Market
আবারও বড়সড় সমস্যার মুখে দেশের এক বড় অংশের কর্মীরা। ভাইরাসের আতঙ্ক যখন তাড়া করে বেরাচ্ছে শিল্প থেকে ব্যবসা বাণিজ্য সহ প্রত্যেকটি সেক্টরে, তখনই পাশাপাশি তৈরি হয়েছে আর্থিক অনিশ্চয়তা। এছাড়া বিভিন্ন রাজ্যে আংশিক লকডাউন, নাইট কার্ফু তো রয়েছেই। তার জেরেই শুরু হয়েছে কর্মী ছাঁটাই। বাড়ছে বেকারত্বের হার। সম্প্রতি এমনই তথ্য রিপোর্টে জানাল সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি।
প্রথম পর্যায়ের পর অর্থনীতি ছন্দে ফিরে আসতে শুরু করে যখন কর্মক্ষেত্রে লাগে উন্নয়নের হাওয়া। আনলক পর্বের পর থেকে তাই ক্রমশ কমতে থাকে বেকারত্বের হার। আংশিক লকডাউন হওয়ার আগে পর্যন্ত বেকারত্বের হার ছিল ৬.৭%। কিন্তু কোভিড পরিস্থিতিকে ঠেকাতে আবারও যখন আংশিক লকডাউনের মত সিদ্ধান্ত নেওয়া হয়, তারপর থেকেই দেখা যায় বাড়তে শুরু করেছে আতঙ্ক। গত ১১ এপ্রিল পর্যন্ত এক সপ্তাহের পরিসংখ্যানে বেকারত্বের হার বেড়ে দাঁড়িয়েছে ৮.৬%-এ।
বেকারত্বের হার বাড়তে থাকায় তৈরি হয়েছে দুশ্চিন্তা। আবারও ধাক্কা খেতে পারে দেশের উৎপাদন শিল্প। হোঁচট খেতে পারে আর্থিক বৃদ্ধি। ভাইরাসের দাপটে কর্মক্ষেত্রে আবারও সংশয়ের হাওয়া।
ব্যুরো রিপোর্ট