Market

দোরগোড়ায় বাজেট। পেপারলেস এই বাজেটে অর্থনীতিকে ঘুরে দাঁড় করানোর জন্য কেন্দ্রীয় সরকার কি কি পদক্ষেপ নিতে চলেছে সেদিকেই তাকিয়ে রয়েছেন দেশের অর্থনীতিবিদরা। দেশের বিভিন্ন শিল্পক্ষেত্রগুলি, যা করোনার ধাক্কা এখনো সামলে উঠতে পারেনি, তারা অনেক আশা নিয়েই এবারের বাজেটের দিকে তাকিয়ে থাকবেন। বাজেট নিয়ে যখন আশার পারদ ক্রমশই চড়ছে ঠিক এমনই একটি সময়ে ভয়ের ছবিটা তুলে ধরলেন বিশ্ব ব্যাঙ্কের অন্যতম প্রধান অর্থনৈতিক উপদেষ্টা কৌশিক বসু। যেখানে তিনি জানালেন, বেকারত্বের ভয়াবহ অবস্থাটা।
বিশ্ব ব্যাঙ্কের পরিসংখ্যান তুলে ধরে কৌশিক বসু জানান, বেকারত্বের দিক থেকে বর্তমানে ভারত রয়েছে পঞ্চম স্থানে। ব্রাজিল, আলজিরিয়া, ইয়েমেন এবং তুরস্কের পরে ভারতই একমাত্র দেশ যেখানে বেকারত্বের হার পৌঁছে গিয়েছে ২৩ শতাংশে। এমনকি পাশের দেশ বাংলাদেশেও বেকারত্বের হার ভারতের থেকে অনেকটাই কম। ২০২০ সালে করোনার ভরা মরশুমে শহরাঞ্চলে বেকারত্ব পৌঁছে গিয়েছিল ২০ শতাংশে। ৪০ কোটি মানুষকে পড়তে হয় চরম আর্থিক কষ্টের মধ্যে। বেকারত্বের হারে পুরুষদের ছাপিয়ে যায় মহিলারাও। তাবড় অর্থনীতিবিদরা একটা সময় দেশের আর্থিক পরিস্থিতিকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার জন্য সরকারকে পরামর্শ দিয়েছিলেন, মানুষের হাতে টাকা দেওয়ার ব্যবস্থা করুক সরকার। এখন দেশের আর্থিক ভিতকে মজবুত করার জন্য অর্থনীতিবিদদের পরামর্শ বাজেট পেশের সময় সরকার বিবেচনা করে কিনা সেদিকেই তাকিয়ে থাকবে দেশবাসী।
ব্যুরো রিপোর্ট