Trending

প্লাস্টিক ব্যবহারে কড়া পদক্ষেপ নিতে চলেছে রাজ্য। ৭৫ মাইক্রনের নিচে প্লাস্টিক ব্যবহারের উপর এলো নিষেধাজ্ঞা। নবান্নের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, ১ অক্টোবর থেকে পুরসভা এলাকায় ৭৫ মাইক্রনের নিচে কোন প্লাস্টিক ব্যবহার করা যাবেনা। খবর পাওয়া গেলে কড়া শাস্তি হতে পারে সংশ্লিষ্ট পুর প্রতিনিধির।
সূত্রের খবর, নগরোন্নয়ন দফতর এই নিয়ম দ্রুত চালু করার নির্দেশ দিয়েছে। রাজ্যের মুখ্যসচিব হরেকৃষ্ণ দ্বিবেদী এই ব্যপারে কড়া হতে নির্দেশ দিয়েছেন। দোকান, বাজার কোথাও এই নিয়মের অবাধ্যতা দেখলে শাস্তি হতে পারে ২০০০ টাকা পর্যন্ত। উল্লেখ্য, ৭৫ মাইক্রনের নিচে প্লাস্টিক ব্যবহারে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে আগেই নিষেধাজ্ঞা জারি করা হয়। কিন্তু দেখা যায়, রাজ্যে সেই নিয়ম তেমন একটা মজবুত ছিলনা। কিন্তু অতিবৃষ্টিতে শহর জুড়ে যেভাবে প্লাস্টিক দূষণ শুরু হয়েছে তারপর রাজ্য সরকারও উঠেপড়ে লেগেছে প্লাস্টিক ব্যবহারে কড়া নির্দেশিকা আনতে।
ব্যুরো রিপোর্ট