Market
অতিমারিতে মানুষের হাতে কমেছে পুঁজি। পাল্লা দিয়ে বেড়েছে অনিশ্চয়তা। সংসার খরচের ধাক্কা যেমন রয়েছে, তেমনই রয়েছে বেকারত্বের কামড়। সবমিলিয়ে সাধারণ মানুষের অর্থনৈতিক কাঠামোটাই একেবারে ভেঙে গিয়েছে অতিমারি পরিস্থিতিতে। আর তাই জীবনের অচলাবস্থা ঘোচাবার জন্য সোনা বেচে দেবার দিকেই হাঁটছেন সাধারণ মানুষ। জানা গিয়েছে, অতিমারি পরিস্থিতির কারণে মানুষের আর্থিক অবস্থা এতটাই বিধ্বস্ত হয়ে পড়েছে যে সোনা বিক্রি ছাড়া অন্য কোন উপায় তারা খুঁজে পাচ্ছেন না। এমনকি গ্রামীণ অর্থনীতি ব্যপকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় এই প্রবণতা লক্ষ্য করা গেছে বিভিন্ন গ্রামেও। এর অন্য একটি কারণ হিসেবে বলা হচ্ছে, গ্রামে যেহেতু ব্যাঙ্কের সংখ্যা কম তাই সংসার চালানোর জন্য গ্রামের মানুষ বাধ্য হচ্ছেন সঞ্চয়ের সোনা বেচে দিতে। সূত্রের খবর, অন্যান্য বছরে যেমন সোনা বন্ধক রাখার প্রবণতা দেখা যেত, এই বছর দেখা যাচ্ছে বিক্রির প্রবণতা। জানা গিয়েছে অন্যান্য বছরের তুলনায় এই বছরে সোনা ২৫% বেশি বিক্রি করে দিয়েছে আমজনতা। যা নিঃসন্দেহে মানুষের আর্থিক দুর্বলতাকেই আরও প্রকট করেছে। ব্যুরো রিপোর্ট