Market

আমরা সবাই জানি, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে গোটা বিশ্বে ভালোরকম মূল্যবৃদ্ধি হয়েছে জ্বালানি তেলের। সেই আঁচ বিশ্বের বিভিন্ন দেশগুলোর ওপর আছড়ে পড়ায়, চরম সংকটে পড়েছে দরিদ্র মানুষগুলো। কিন্তু অন্যদিকে এসেছে এমনই এক তথ্য যা অস্বস্তিতে ফেলেছে বিভিন্ন জ্বালানি তেল সংস্থাগুলোকে। জানা গিয়েছে, ভালোরকম জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে একদিকে যখন দরিদ্র মানুষের পেটে পড়ছে ভালোরকম টান, তখন অন্যদিকে এই সকল জ্বালানি তেল সংস্থাগুলি বিপুল মুনাফা করল। যা জাতিসংঘের নজর এড়ায়নি।
বছরের দ্বিতীয় ত্রৈমাসিকে রেকর্ড পরিমাণ তেল বেচেছে সৌদি আরামকো। এপ্রিল-জুন মাসে তেল বিক্রি করে আরামকোর আয় পৌঁছে গিয়েছে ৪৮.৪ বিলিয়ন ডলার। বিবিসি মারফৎ জানা গিয়েছে, সৌদি আরামকোর মুনাফা গেল বছরের থেকে এক ধাক্কায় বেড়েছে ৯০ শতাংশ মতন। আর শুধু আরামকো নয়। এক্সনমবিল, শেভরনের মতন একাধিক জ্বালানি তেল সংস্থাগুলি রেকর্ড পরিমাণ মুনাফা করেছে। চলতি বছরের দ্বিতীয়ার্ধে বিশ্বের অন্যতম বড় জ্বালানি তেল সংস্থা আরামকো প্রতিদিন তেল উৎপাদন করেছে প্রায় ১ কোটি ৩০ লক্ষ মিলিয়ন ব্যারেল। এর পরেই কার্যত ভালোরকম বিরক্তি প্রকাশ করেছেন জাতি সংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। আর যে কারণে উইন্ডফল করের দাবি তোলা হয়েছে। উইন্ডফল করের অর্থ হল, কোন সংস্থা যদি হঠাৎ করে বিপুল মুনাফা লাভ করে, সেক্ষেত্রে মুনাফার উপরে কর তোলার দাবি উঠেছে। এই করের অঙ্ক ব্যবহার করা হবে দরিদ্র মানুষের সাহায্যের জন্য।
জাতিসংঘের মহাসচিব এই বিষয়ে কড়া প্রতিক্রিয়া দিয়ে জানিয়েছেন, জ্বালানির ঘাটতির কারণে দাম মূল্যবৃদ্ধির আঁচে পুড়ছে বিভিন্ন দেশ। এই অবস্থায় একদিকে যখন দরিদ্র মানুষের হাঁসফাঁস করার মতন অবস্থা তৈরি হয়েছে তখন রেকর্ড মুনাফা আয় করেছে আরামকোর মতন বিভিন্ন সংস্থাগুলি। আর এটাই কার্যত আর্থিক বৈষম্যের দিকটা আরও চওড়া করে দিয়েছে। আর যে কারণে বিভিন্ন তেল সংস্থাগুলিকে কর দেওয়ার জন্য তোলা হয়েছে এই দাবি।
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ