Jobs

শিক্ষা থেকে চাকরি- পরিচয়পত্র হিসেবে আধার কার্ডের ভূমিকা আমাদের সকলেরই জানা। আর এবার সেই আধার কার্ড দপ্তরেই বিপুল চাকরির কথা ঘোষণা করলো UIDAI অর্থাৎ ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া। আগ্রহী প্রার্থীরা সরাসরি আধারের অফিসিয়াল ওয়েবসাইটে মানে www.uidai.gov.in-এ গিয়ে আবেদন করতে পারবেন। এছাড়াও সংস্থাটি লিঙ্কডইন-এও চাকরি বিষয়ক একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ইচ্ছুক প্রার্থীরা সেখানেও আবেদন করতে পারেন।
পূর্ণ সময়ের জন্য চিফ একজিকিউটিভ টেকনোলজি অফিসার হিসেবে প্রার্থী নিয়োগ করতে চলেছে সংস্থাটি। নির্বাচিত প্রার্থীর পোস্টিং হবে ব্যাঙ্গালোরে সংস্থার টেক সেন্টারে। সংশ্লিষ্ট পদে নির্বাচিত প্রার্থীরা বছরে এক থেকে দেড় কোটি টাকা বেতন পাবেন।
শিক্ষাগত যোগ্যতাঃ
প্রার্থীর ভারতে অথবা বিদেশের প্রথম সারির যেকোনো ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে এমএস, এমটেক অথবা এমই ডিগ্রি থাকা আবশ্যক। ডক্টরেট করা থাকলে প্রার্থীরা অগ্রাধিকার পাবেন। প্রার্থীদের আইটি এবং প্রাসঙ্গিক বিভাগে কমপক্ষে ২০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। পাশাপাশি বায়মেট্রিক টেকনোলজি এবং এআই-এর বিষয়ে নলেজ থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ