Market
চিকিৎসকেরা বলছেন, প্রতিষেধক নিতে হবে দু’বার। উবরও আপনাকে টিকাকরণ কেন্দ্রে পৌঁছে দেবে দু’বার। তাও নিখরচায়। অবাক হচ্ছেন? তবে এটাই সত্যি। করোনার দাপট রুখতে রাজ্যবাসীর পাশে অ্যাপ নির্ভর এই ক্যাব সংস্থা। যেখানে বিনামূল্যে উবর আপনাকে পৌঁছে দেবে একেবারে টিকাকরণ কেন্দ্রের দোরগোরায়। আর এই উদ্যোগের জন্য সংস্থার পক্ষ থেকে বরাদ্দ করা হয়েছে ১ কোটি টাকা।
কিভাবে পাওয়া যাবে এই পরিষেবা? সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, প্রথমে অ্যাপ খুলে ‘ওয়ালেট’ মেনুটি নির্বাচন করতে হবে। তারপর অ্যাড প্রোমো কোডে বসাতে হবে 10M21V কোডটি। তারপর সরকারি বা বেসরকারি টিকাকরণ কেন্দ্র নির্বাচন করে বুকিং করতে পারবেন। একজন ব্যক্তি সর্বাধিক ২ বার বিনামূল্যে এই পরিষেবা পাবেন।
দেশের ৩৪টি শহরে উবর সাধারণ মানুষকে বিনামূল্যে পরিষেবা দিতে এই উদ্যোগ গ্রহণ করেছে। তার জন্য সংস্থার পক্ষ থেকে বিনামূল্যে যাতায়াতের জন্য বরাদ্দ করা হয়েছে ১০ কোটি টাকা। দেশকে করোনামুক্ত করতে উবরের পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন প্রত্যেক উবর ব্যবহারকারী।
ব্যুরো রিপোর্ট