Trending

খুশির খবর দুবাইপ্রেমীদের জন্য। আরব আমিরশাহীতে ভারতীয়দের মাথার ওপর থেকে উঠে গেল করোনার নিষেধাজ্ঞা। এখন থেকে ভারতীয়রা আরব আমিরশাহীতে যেতে পারবেন। কিন্তু একটা শর্ত রেখেছে আরব-আমিরশাহী প্রশাসন।
করোনার দুটো ডোজ তো আবশ্যিক। তবে কো-ভ্যাক্সিন হলে তা মান্যতা পাবেনা। কোভিশিল্ডের দুটো ডোজ নেওয়া থাকলে তবেই দুবাই ভ্রমণ করতে পারবেন। কো-ভ্যাক্সিনকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এখনও ছাড়পত্র না দেওয়ার কারণে প্রশাসনের তরফ থেকে এই নির্দেশিকা জারি করা হয়েছে।
এখানেই শেষ নয়। আরব আমিরশাহীতে পৌঁছনোর পর কোভিড টেস্ট বাধ্যতামূলক। প্রয়োজনে যেতে হতে পারে কোয়ারেন্টাইনে। উল্লেখ্য, গোটা আরব আমিরশাহীতে প্রায় ৩২ লক্ষ ভারতীয়দের বসবাস। এছাড়া রয়েছে ভ্রমণপিপাসু ভারতীয়দের ঢল। সবমিলিয়ে ভারতীয়দের জন্য আরব আমিরশাহী খুব পছন্দের জায়গা। যেখানে কর্মসংস্থান ভারতীয়দের জন্য প্রবেশপথের দরজা খুলে দেয়, তেমনই আরবের পর্যটনশিল্পের আর্থিক বিকাশ ঘটে ভারতের দুবাইপ্রেমী মানুষগুলির জন্য।
করোনার তৃতীয় ঢেউ ইতিমধ্যে চোখ রাঙানির ইঙ্গিত দিচ্ছে। এদিকে শুরু হচ্ছে দুবাই এক্সপো। অবশ্য সে দেশের প্রশাসন একেবারে প্রস্তুত বলেই জানা গিয়েছে।
ব্যুরো রিপোর্ট