Prime
Daily
প্রবল গতিতে চীনের দিকে ধেয়ে আসছে টাইফুন চানথু
By sanchitabpn21 | September 13, 2021
Daily
প্রবল গতিতে চীনের দিকে ধেয়ে আসছে টাইফুন চানথু। চীনের সাংহাইয়ের দিকে প্রায় ১৭০ কিমি বেগে ধেয়ে আসছে এই শক্তিশালী টাইফুন।
উপকূলে জারি হয়েছে সতর্কতা। বিমান পরিষেবা বন্ধ করা হয়েছে বেশ কয়েকটি বিমানবন্দরে। সুপার টাইফুন থেকে গতি হারিয়েও ব্যাপক ধ্বংসলীলা চালাতে পারে এই শক্তিশালী টাইফুনটি, এমনটাই মনে করা হচ্ছে। তবে ঝড়ের গতিবেগ আরো কিছুটা কমতে পারে বলে রয়েছে পূর্বাভাস।
সাংহাইয়ের নয়টি জেলায় হঠাৎ বন্যার আশঙ্কায় রেড এলার্ট জারি করেছে প্রদেশের কর্তৃপক্ষ। এছাড়াও নিংবো বন্দর রবিবার দুপুর থেকে কার্যক্রম বন্ধ করে দেয়া হয়েছে।
ব্যুরো রিপোর্ট