Daily
বি পি এন ডেস্কঃ একদিকে যখন ‘খেলা হবে’র স্লোগানে সরগরম রাজ্য রাজনীতি তখন শান্তিপূর্ণ নির্বাচনের বার্তা ছড়িয়ে দিতে দিল্লি যাচ্ছেন পূর্ব মেদিনীপুরের দুই যুবক কৃষ্ণেন্দু বেরা এবং অর্পণ ত্রিপাঠি। সাদা পোশাকে জাতীয় পতাকা লাগানো সাইকেলে ‘সংকল্প যাত্রার’ স্টিকার সাঁটিয়ে অহিংসার বার্তা দিতে দিতেই আগামী ২৫ মার্চ তাঁরা পৌঁছবেন দিল্লিতে। সেখানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে স্মারক লিপি দেবেন। উদ্দ্যেশ্য, রক্তপাতহীন নির্বাচনের বার্তা পৌঁছে দেওয়া। গত ৮ মার্চ সাইকেলে করে কাঁথি থেকে রওনা দেন কোলাঘাটের ‘ভাষা ও সংস্কৃতি’ নামের একটি সংস্থার এই দুই সদস্য। ইতিমধ্যেই রাজ্যপাল এবং রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিককে স্মারক লিপি দিয়েছেন তাঁরা। রাস্তায় যেতে যেতে লোকজনের জমায়েত দেখলেই সাইকেল থামিয়ে অবাধ, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচনের ব্যপারে সচেতনও করছেন। পাশাপাশি তাঁদের বার্তা শিশুদের রাখা হোক রাজনীতির বাইরে। গণতন্ত্রের শ্রেষ্ঠ উৎসব নির্বাচন। বাংলার নির্বাচন হোক সুন্দরময়। অক্ষুণ্ণ থাকুক বাংলার গৌরব। এই আশাতেই বুক বেঁধে ১৫০০ কিলোমিটার পথ পাড়ি দিচ্ছেন মেদিনীপুরের এই দুই যুবক।
পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট, বিজনেস প্রাইম নিউজ