Daily

বিশ্বমঞ্চে বিজ্ঞানকে জনপ্রিয় করতে বিভিন্ন সায়েন্স ম্যাগাজিন পৌঁছে যায় পাঠকের ঘরে ঘরে। এবার সেই একই ঘরানায় আসতে চলেছে বাংলার নতুন দুই পত্রিকা – ‘সায়েন্টিফিকা কমিউনিকা’ এবং ‘বিজ্ঞান কহন’। স্বাধীনতার ৭৫ তম বর্ষে সোশ্যাল মিডিয়ায় এই দুই পত্রিকা ছড়িয়ে গিয়ে মানুষের সামনে খুলে দেবে বিজ্ঞানের অনেক অজানা দরজা। আর সেই লক্ষ্যেই আসরে নামলেন রাজাবাজার সায়েন্সকলেজের প্রাক্তনীরা। যাদের আজ কেউ গবেষক, কেউবা অধ্যাপক আর কেউ আবার সাংবাদিক। কিন্তু প্রত্যেকের ক্ষেত্রে একটি বিষয়ে মিল রয়ে গেছেই। এরা প্রত্যেকেই বিজ্ঞানের পূজারি এবং এরা প্রত্যেকেই ইন্ডিয়ান সায়েন্স নিউজ অ্যাসোসিয়েশনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত।
আগামী ১৫-ই অগাস্ট নেট মাধ্যমে প্রকাশ পেতে চলেছে ‘সায়েন্টিফিকা কমিউনিকা’। এই পত্রিকাটি উদ্বোধনের দিন একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। যেখানে উপস্থিত থাকবেন বিজ্ঞানী, সাংবাদিক, উচ্চপদস্থ আধিকারিক সহ বহু বিশিষ্টজন। এছাড়াও আরেকটি পত্রিকা বিজ্ঞান কহন আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হতে পারে অক্টোবর মাসে মেঘনাদ সাহার জন্মদিনে। এখন তাঁদের লক্ষ্য নেট মাধ্যমের সৌজন্যে সমগ্র বাঙালি পাঠকের কাছে পৌঁছে দেওয়া ‘সায়েন্টিফিকা কমিউনিকা’ এবং বিজ্ঞান কহন।
উল্লেখ্য, ইন্ডিয়ান সায়েন্স নিউজ অ্যাসোসিয়েশনের সঙ্গে একটা সময় জড়িয়ে ছিল আচার্য প্রফুল্লচন্দ্র রায় এবং মেঘনাদ সাহার নাম। আচার্য নিজে যে পত্রিকা সম্পাদনা করতেন সেই সায়েন্স অ্যান্ড কালচার এখনও রমরমিয়ে চলছে। বর্তমানে সায়েন্টিফিকা কমিউনিকা এবং বিজ্ঞান কহন এই দুটি পত্রিকা হতে চলেছে নবতম সংযোজন। যার দরুণ আশা করা যায়, বঙ্গমঞ্চে বিজ্ঞান আরও অনেকবেশি জনপ্রিয়তা লাভ করতে পারবে।
ব্যুরো রিপোর্ট