Daily

ভাইরাসের থাবা মাউন্ট এভারেস্টেও। দোসর দুই পর্বতারোহীর মৃত্যু। আতঙ্ক আর আর সমালোচনা নেপালজুড়ে।
করোনার সেকেন্ড ওয়েভে টলছে নেপালের স্বাস্থ্য ব্যবস্থা। গত মরসুমে করোনা বিধির জন্য বেসক্যাম্প বন্ধ রেখেছিল নেপাল সরকার। কিন্তু এই বছর খুলে দেওয়া হয়। বেসক্যাম্পে ভিড় অন্যান্য বারের মত না হলেও ভালোই ছিল। এরই মধ্যে দুই পর্বতারোহীর মৃত্যু আগুনে ঘি ঢালে।
জানা গিয়েছে, মৃত দুই পর্বতারোহীর একজন আমেরিকান এবং একজন সুইস। শেরপারা পৌঁছনোর আগেই তাঁদের মৃত্যু হয়। এদিকে খবর বেসক্যাম্পে কয়েকজন পর্বতারোহীর শরীরে ভাইরাস হানা দিয়েছে। এখন দ্রুত তাদের হেলিকপ্টারে করে নামিয়ে আনার ব্যবস্থা করছে প্রশাসন।
একদিকে যখন হাসপাতালে অক্সিজেনের ঘাটতি তখন অন্যদিকে কিভাবে পর্বতারোহীদের জন্য অক্সিজেনের চাহিদা বহাল রেখেছিল সরকার? যদিও এই পরিস্থিতিতে অক্সিজেন নামিয়ে আনার কথা জানিয়েছে নেপাল সরকার। কিন্তু ঠিক কী কারণে পর্বতারোহীদের জন্য এভারেস্টের দরজা খুলে দিল নেপাল সরকার, সেই নিয়ে মুখে এঁটেছে কুলুপ।
ব্যুরো রিপোর্ট