Daily

বিনামূল্যে দু’লক্ষের বীমা ই-শ্রম পোর্টালে। কেন্দ্রীয় শ্রম মন্ত্রকের অধীন এই ই-শ্রম পোর্টালে নাম নথিভুক্ত করালে গ্রাহককে গুনতে হবে না কোনো প্রিমিয়াম। সমস্তটাই বহন করবে কেন্দ্র। ইতিমধ্যেই এই পোর্টালে নাম লিখিয়েছেন ১ কোটিরও বেশি শ্রমিক। অসংগঠিত ক্ষেত্রে সঙ্গে যুক্ত প্রায় ৩৮ কোটি শ্রমিককে এই প্রকল্পের আওতায় নিয়ে আসাই এখন সরকারের প্রধান লক্ষ্য।
এই পোর্টালে নাম নথিভুক্ত করা উক্ত ব্যক্তি পেয়ে যাবেন দু’লক্ষ টাকার ইন্স্যুরেন্স কভারেজ একেবারে বিনামূল্যে। বিমার অধীনে থাকা ব্যক্তি কোনো কারণে মারা গেলে, তার নমিনিকে এই টাকা পাইয়ে দেওয়ার ব্যবস্থাও রয়েছে। এছাড়া কোনোরকম অ্যাকসিডেন্টের ফলে কোনো ব্যক্তি শরীরের কোনো অঙ্গে আঘাত পেলে, বা অঙ্গহানি ঘটলে পেয়ে যাবেন ১ লক্ষ টাকা।
আসুন জেনে নেওয়া যাক, আরও কি কি সুবিধা পাবেন বীমার আওতায় থাকা ওই ব্যক্তি। ই-শ্রম পোর্টালে নাম নথিভুক্ত করার প্রথম বছর যাবতীয় প্রিমিয়াম বহন করে সরকার। এবং তারপর থেকে উপভোক্তাকে বার্ষিক প্রিমিয়াম ভরতে হয় মাত্র ১২ টাকা করে। যে কোন সাধারণ সেবা কেন্দ্র থেকে বা রাজ্য সরকারের আঞ্চলিক অফিসেও এর জন্য রেজিস্ট্রেশন করা যায়। তবে উকয় ব্যক্তির নামে একটা ব্যাংক অ্যাকাউন্ট থাকা বাঞ্চনীয়।
ব্যুরো রিপোর্ট