Prime
Daily
বিরোধীপূর্ণ রাজ্যসভায় চরম হট্টগোলের মধ্যেই পাশ হয়ে গেল দুটি গুরুত্বপূর্ণ বিল
By sanchitabpn21 | August 5, 2021
Daily
বিরোধীপূর্ণ রাজ্যসভায় চরম হট্টগোলের মধ্যেই পাশ হয়ে গেল দুটি গুরুত্বপূর্ণ বিল। বেশ কিছু সুবিধে থাকতে চলেছে স্টার্ট আপ বা বিনিয়োগ ক্ষেত্রে।
ব্যাংক আমানতকারীদের আমানতের ওপর বীমা পাওয়ার সময়সীমা দ্রুত করে তুলতে পাশ করা হয়েছে একটি বিল। অর্থাৎ, আমানতের ৯০ দিনের মাথায় যাতে বীমার টাকা পেয়ে যান আমানতকারী, সেই বিষয়টি সুনিশ্চিত করতেই পাশ করে হলো এই বিলটি।
অন্যদিকে পাশ করে হয়েছে সীমিত দায়বদ্ধতা অংশীদারিত্ব সংশোধনী বিল। এই বিলটির মাধ্যমে এলএলপি আইনে শাস্তিযোগ্য বিধান ২৪ থেকে কমিয়ে ২২ টি করা হয়। প্রসঙ্গত এই এলএলপি নতুন ব্যবসার শুরু করা সংস্থাগুরি পছন্দসই আইনি ফর্ম।
ব্যুরো রিপোর্ট