Daily

এবার সকলকে অবাক করে এক হয়ে গেলো বিনোদন জগতের দুই জাঁদরেল সংস্থা জি এবং সোনি। গত বুধবার জি-এর বোর্ড অফ ডিরেক্টর্স আনুষ্ঠানিকভাবে এই সংযুক্তিকরণে অনুমোদন দিয়েছে। খবর চাউর হতেই শোরগোল পড়ে যায় বিনোদন জগতে।
জানা গিয়েছে, নতুন সংযুক্ত সংস্থায় সোনির শেয়ার থাকবে ৫০.৮৬ শতাংশ। জি-এর প্রোমোটারদের শেয়ার থাকবে ৩.৯৯ শতাংশ, জি এন্টারটেইনমেন্টের শেয়ার থাকবে ৪৫.১৫ শতাংশ। এমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে দুই সংস্থার তরফে। আর এর ফলে ১৪ হাজার কোটি টাকার সংস্থা হিসাবে তারা হল দেশের দ্বিতীয় বড় মিডিয়া হাউস।
সূত্রের খবর, গত সেপ্টেম্বরেই এই দুই সংস্থার এক হয়ে যাওয়ার কথা ছিল। তবে সোনি কিছুটা সময় চেয়ে নেয় সিদ্ধান্ত নেওয়ার জন্য। আর সেই দিন শেষ হতেই তাদের এই সংযুক্তিকরণের কথা ঘোষণা করা হয়, যা বিনোদন জগতে একটা মাইলফলক তো বটেই।
ব্যুরো রিপোর্ট