Daily

বি পি এন ডেস্কঃ বাগডোগরা বিমানবন্দর থেকে দুই চীনা নাগরিককে আটক করল বাগডোগরা থানার পুলিশ। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল গোটা এলাকায়। দুজনের নাভ জাং জুং(৩৯) ও কাই লেং(৪২)। জানা গিয়েছে যে এদিন বাগডোগরা বিমানবন্দর থেকে তিরুপরির উদ্দেশ্যে যাচ্ছিল। এরপর বাগডোগরা বিমানবন্দরে পৌঁছাতেই সন্দেহ হয় সিআইএসএফের। এবং সিআইএসএফ তখন বাগডোগরা থানার পুলিশের হাতে তুলে দেন। সূত্রের খবর দুজনের মধ্যে একজনের কাছে পাসপোর্ট থাকলেও নেই ভিসা। অপর জনের কাছে নেই কোন রকম নথিপত্র। গতকাল নেপাল থেকে বাগডোগরার কোনো এক হোটেলে রাত্রি যাপন করে। এরপর এদিন বিমানে করে তিরুপতি যাওয়ার জন্য বাগডোগরা বিমানবন্দরে পৌঁছান। তখনই সন্দেহ হয় বিমানবন্দরে থাকা সিআইএসএফের। এবং জিজ্ঞেসা করে বাগডোগরা পুলিশের হাতে তুলে দেয়। এর পাশাপাশি দুজনের আছ থেকে দুটি উত্তরপ্রদেশের আধার কার্ড পাওয়া গিয়েছে। গোটা বিষয়টি ইতিমধ্যেই খতিয়ে দেখছেন পুলিশ।
শিলিগুড়ি থেকে উৎপল পোদ্দারের রিপোর্ট