Daily

বিশ্বের সর্বত্রই ভারতীয়দের জয়জয়কার। মাইক্রোসফটের সত্য নাদেলা থেকে শুরু করে গুগলের সুন্দর পিচাই। আর এবার সেই তালিকায় যুক্ত হলো আরও এক ভারতীয় বংশোদ্ভূতের নাম পরাগ আগরওয়াল।
টুইটারের নতুন সিইও হলেন বম্বে আইআইটির প্রাক্তনী পরাগ আগরওয়াল। সংস্থার বোর্ড মিটিংয়ে পরাগকে টুইটারের সিইও হিসেবে ঘোষণা করা হয়। বম্বে আইআইটির ছাত্র পরাগ থেকে শুরু করে খড়গপুর আইআইটির পড়ুয়া সুন্দর পিচাই, টেক দুনিয়াকে কার্যত এখন শাসন করছে ভারতীয় বংশোদ্ভূতরাই।
২০১১ সালে টুইটারের সাথে পথ চলতে শুরু করেন পরাগ। এর আগে তিনি মাইক্রোসফট আর ইয়াহুতে কাজ করেছেন। ২০১৮ নাগাদ কোম্পানির সিটিও হন তিনি। আর এরপরই পিছন ফিরে তাকাতে হয়নি তাঁকে আর।
ব্যুরো রিপোর্ট