Trending

টুইটারের পক্ষ থেকে জানানো হয়েছে, এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত হচ্ছে টিপ জার সিস্টেম। যা ইউজাররা চাইলে নিজের প্রোফাইলের সঙ্গে যুক্ত করে নিতে পারবেন। কি এই টিপ জার সিস্টেম? সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে এই নতুন ফিচারের মাধ্যমে একজন আরেকজনকে অর্থনৈতিকভাবে সমর্থনের সুযোগ পাবে। মূলত যেকোন ধরণের সামাজিক বা অন্যান্য কোন উদ্যোগকে অর্থনৈতিকভাবে সমর্থন করবে টিপ জার। প্রথম দিকে এই টিপ জার নির্দিষ্ট ব্যক্তি বা গোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ থাকলেও ক্রমশই এটা ছড়িয়ে পড়বে সকলের মধ্যে।
নতুন এই ফিচারটি টুইটারের সঙ্গে যুক্ত হবার কারণে এক বড় অংশের মানুষ দারুণভাবে উপকৃত হবেন বলে মনে করছেন সংস্থার আধিকারিকরা। আর্থিক দিকটি যুক্ত হবার কারণে সোশ্যাল মিডিয়ার এই জনপ্রিয় প্ল্যাটফর্মটি আরও বেশি সংখ্যক মানুষ ব্যবহার করবেন বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
ব্যুরো রিপোর্ট