Trending

টুইটারের বিরুদ্ধে এখন যে কেউ আইনি পদক্ষেপ নিতে পারেন। কারণ সরকারের সমস্ত রক্ষাকবচ টুইটার হারিয়ে ফেলেছে। এমনই দাবি করেছেন কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ।
উল্লেখ্য, কেন্দ্রের সঙ্গে টুইটারের সংঘাত নতুন কিছু নয়। কেন্দ্র নির্দেশ দেয় নয়া তথ্য প্রযুক্তি আইন মেনে টুইটারকে কাজ করতে হবে। কিন্তু টুইটার বাক স্বাধীনতা খর্ব করার দোহাই দিয়ে বারবার কেন্দ্রের নির্দেশ অগ্রাহ্য করেছে। টুইটারের এই না-মানতে-চাওয়া পদক্ষেপের বিরুদ্ধে আইনমন্ত্রী বেশ কয়েকবার সরব হয়েছেন। এবং তিনি অভিযোগ করেছেন বারবার সুযোগ হারিয়ে টুইটার বুঝিয়ে দিয়েছে তারা ভারতের নয়া তথ্যপ্রযুক্তি আইন মেনে চলতে চাইছে না। এদিকে টুইটার দাবি করে আসছিল, ভারত বাক স্বাধীনতা হরণ করছে। টুইটারের সঙ্গে ভারতের দীর্ঘ বাকবিতন্ডা ক্রমশই ভারতের অসন্তোষের পারদ চড়াচ্ছিল। এবার তার জেরেই রক্ষাকবচ হারাল টুইটার।
ব্যুরো রিপোর্ট