Daily

জম্মু-কাশ্মীর এবং লাদাখকে দেখান হল স্বতন্ত্র একটি দেশ হিসেবে। বাদ পড়ল ভারতের মানচিত্র থেকেও। আর সেই বিকৃত মানচিত্র আবার প্রকাশ পেল টুইটারে। এবার সেই অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার হলেন টুইটার ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর মণীশ মাহেশ্বরী। বজরং দলের এক নেতা অভিযোগ জানানোর পর মণীশের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয় এবং তাঁকে আটক করে উত্তরপ্রদেশ পুলিশ।
টুইটারের অধীনে ‘টুইপ লাইফ’ বিভাগে ভারতের মানচিত্র প্রকাশিত হয়। যেখানে জম্মু-কাশ্মীর এবং লাদাখকে ভারতের বাইরে দেখানো হয়। বজরং দলের এক নেতা অভিযোগ জানান, জম্মু-কাশ্মীর এবং লাদাখকে আলাদা দেশ হিসেবে দেখানো হচ্ছিল। স্বাভাবিকভাবেই দেশের একটি ভুল মানচিত্র টুইটারে প্রকাশিত হবার পর নেটিজেনদের অনেকেই তীব্র অসন্তোষ প্রকাশ করেন। চাপে পড়ে টুইটার সোমবার রাতে মানচিত্রটি সরিয়ে দিলেও পুলিশ গ্রেপ্তার করে টুইটার ইন্ডিয়ার এমডিকে।
উল্লেখ্য, টুইটারের সঙ্গে ভারতের সংঘাত এখন নিত্য। টুইটারকে কেন্দ্রের নির্দেশিত আইন মানার কথা জানালেও টুইটার প্রথম থেকেই অস্বীকার করে। এরপরেই ভারতের সঙ্গে টুইটার কর্তৃপক্ষের খন্ডযুদ্ধ বেঁধে যায়। ভারতের ভুল এবং বিকৃত মানচিত্র প্রকাশ করার ফলে আগুনে যেন ঘি আরও একটু ঢেলে দেওয়া হয়। আর অপরাধের শাস্তি হিসেবে গ্রেপ্তার হন টুইটার ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর মণীশ মাহেশ্বরী।
ব্যুরো রিপোর্ট