Daily

ভারতের কর্মীদের সুরক্ষা নিয়ে উদ্বিগ্ন টুইটার। নতুন ডিজিটাল বিধি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমের সঙ্গে ভারতের কেন্দ্রীয় সরকারের একটা টানাপোড়েন চলছে। ইন্টারনেট ব্যবহার করে রাজনৈতিক ‘অপপ্রচার’ নিয়ে ভারতে বেশ কিছুদিন ধরেই সরকার ও বিরোধীপক্ষের মধ্যে বিবাদ চলছে। সে কারণে গত বুধবার থেকে সারা দেশে নতুন বিধি জারি করা হয়েছে।
টুইটার উদ্বিগ্ন ভারতে বাকস্বাধীনতা নিয়ে। সম্প্রতি তাদের কার্যালয়ে দিল্লি পুলিশের হানা চিন্তা বাড়িয়েছে তাদের । তারপর ডিজিটাল প্ল্যাটফর্ম নিয়ন্ত্রণে সরকার নতুন বিধিনিষেধ জারি করায় উদ্বেগ প্রকাশ করে টুইটার। সরকার অবশ্য বিবৃতি দিয়ে বলেছে, বাকস্বাধীনতা খর্ব করার কোনো অভিপ্রায় তাদের নেই। কারও কোনো মৌলিক অধিকারেও সরকার হস্তক্ষেপ করছে না। টুইটার জানিয়েছে, ভারতের তথ্যপ্রযুক্তি আইনের নতুন বিধিনিষেধ জারি সম্পর্কে তারা অবহিত। নতুন এই নির্দেশ কার্যকর করার বিষয়টি আরও তিন মাস পিছিয়ে দিতে তারা কেন্দ্রীয় সরকারকে অনুরোধ করেছে।
নতুন বিধি নিয়ে বুধবার মুখ খোলে হোয়াটসঅ্যাপ। বৃহস্পতিবার সেই পথেই হাঁটল টুইটার। তারা বলেছে, নতুন বিধি গোপনীয়তা রক্ষার ক্ষেত্রে প্রতিবন্ধকতার সৃষ্টি করবে। পরবর্তী সরকারি কার্যকলাপের দিকে তাকিয়ে এখন গণমাধ্যমগুলি।
ব্যুরো রিপোর্ট