Trending

ফেলো কড়ি, মাখ তেল। নিজের সিদ্ধান্তে অনড় টুইটারের নিউ বস ইলন মাস্ক। কাজেই এবার আর বিনামূল্যে নয়, আপনার টুইট হ্যান্ডেলের ভেরিফিকেশন ব্যাজ বা ব্লু টিক পেতে হলে গুনতে হবে বাড়তি খরচ। অধিগ্রহণের পরেই টুইটার নিয়ে একের পর এক কড়া সিদ্ধান্ত নিয়েছেন তিনি। প্রথমে টুইটার সিইও পরাগ আগারয়ালকে বরখাস্ত করা। আর তারপর একে একে চিফ ফিনান্সিয়াল অফিসার, চিফ একজিকিউটিভ, জেনারেল কাউন্সিলের পদ থেকে কর্মী ছাঁটাই। সম্পূর্ণভাবে ভেঙে দেওয়া হয়েছে টুইটারের পরিচালন সমিতি। আর এখন এই ব্লু টিক প্রসঙ্গ নিয়ে ফের চর্চায় মাস্ক।
টুইটার অ্যাকাউন্ট হোল্ডারের নামের পাশে ব্লু টিক থাকা মানে টুইটার অ্যাকাউন্টকে ভেরিফাইয়েড ব্যাজ দিয়েছে। সেই এবার থেকে টুইটারে ব্লু টিক পেতে হলে মাসে মাসে ৮ মার্কিন ডলার বা ভারতীয় মুদ্রায় ৬৬১ টাকা গুনতে হবে ব্যবহারকারীদের। শুধু তাই নয়। এবার থেকে ব্লু টিক ব্যবহারকারীরা যে বিশেষ সুবিধা পাবেন, সেকথাও জানিয়েছেন মাস্ক। তিনি জানিয়েছেন, কমেন্ট, রিপ্লাই বা মেনশনের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন ব্লু টিক ব্যবহারকারীরা। এছাড়াও বিজ্ঞাপনের ঝামেলা অনেকটাই কমবে তাদের টুইটার অ্যাকাউন্টে। লং ভিডিও বা অডিও ক্লিপ পোস্টিঙের জন্য বিশেষ বেগ পেতে হবে না।
প্রসঙ্গত, আগামী সপ্তাহে সোমবার থেকেই এই বিশেষ নিয়ম চালু হয়ে যাবে টুইটার ব্যবহারকারীদের জন্য। কেউ কেউ মাস্কের এই সিদ্ধান্তের বিরধিতা করলেও অনেকেই মাস্কের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন। তাদের দাবি, এর ফলে ভুয়ো অ্যাকাউন্ট ব্যবহারকারীদের সংখ্যা কমবে।
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ