Prime
Daily
ভারতের তৈরি নতুন আইটি নিয়মে নয়া মোড়, প্রশ্নের মুখে সোশ্যাল মিডিয়া সংস্থা কর্তৃপক্ষ
By Business Prime News | July 3, 2021
Daily
ভারতের নয়া আইটি রুল মেনে বড়সড় পদক্ষেপ নিলো সোশ্যাল মিডিয়া জায়েন্ট সংস্থা গুলি। ফেসবুকের বেশ কিছু নিয়মে বেশ কিছু পরিবর্তন। ফেসবুক ওড়ালো বেশ কিছু কন্টেন্ট সহ একাধিক ইউসার একাউন্ট।
নতুন আইন অনুযায়ী মাত্র ২৪ ঘন্টার নোটিশে সেক্সুয়াল কন্টেন্ট ও যাবতীয় হিংসাত্মক পোস্ট সহ প্রায় ১.৮ মিলিয়ন পোস্ট ডিলিট করে দিলো ফেসবুক কর্তৃপক্ষ নিজেই। কেন্দ্রের সংসদীয় কমিটির চাপের মুখে পরে গুগল ও ফেসবুকের এই পদক্ষেপ। ১৫ মে থেকে ১৫ জুন পর্যন্ত যে কমপ্লায়েন্স রিপোর্ট জমা দিতে হয়েছে, তাতে ৩০.১ মিলিয়ন ইউআরএল, পেজ বা প্রোফাইল মুছে ফেলতে হয়েছে ফেসবুক তরফে।
শশী থারুরের তলব করা কমিটি থেকে কড়া বার্তা দেওয়া হয়েছে ফেসবুক, গুগলকে। এক আগেও কমিটির রোষের মুখে পড়ে টুইটার। প্রসঙ্গত, সোশ্যাল মিডিয়ার অপব্যবহার সহ একাধিক অভিযোগ রয়েছে এই সব ভার্চুয়াল সংস্থার বিরুদ্ধে।
ব্যুরো রিপোর্ট