Market

সমুদ্রপথে পণ্য রপ্তানিতে তুর্কির কপালে ভাঁজ। সংকট তৈরি হয়েছে রাশিয়াতেও। বড়সড় ক্ষতির মুখে পড়তে চলেছে এই দুই দেশের অর্থনীতি। কারণ, সমুদ্রে তৈরি হয়েছে সি স্নট। যা বিরাটকায় পণ্যবাহী জাহাজ আটকে দেবার জন্যও যথেষ্ট। কী এই সি স্নট?
কারখানা থেকে বের হওয়া গরম, নোংরা জলের সঙ্গে তুর্কি শহরের ড্রেনের জল মিশছে। যা সরাসরি সমুদ্রে গিয়ে পড়ছে। এই কারণে নষ্ট হচ্ছে সমুদ্রের বাস্তুতন্ত্র। সমুদ্রে থাকা শৈবাল থেকে এক প্রকার লাভা বের হয়ে তৈরি করছে এই সি স্নট। জাহাজ চলাচল যেমন বন্ধ করে দেয়, তেমনই সমুদ্রে অক্সিজেনের পরিমাণও অনেকটা কমিয়ে দেয় সি স্নট। ফলে মৃত্যু হয় অসংখ্য সামুদ্রিক মাছের।
ব্যবসার পথে বাধা হয়ে দাঁড়ানো এই সি স্নটের হাত থেকে কিভাবে রক্ষা পাওয়া যায় তার জন্য জরুরি বৈঠক ডেকেছেন তুর্কির রাষ্ট্রপতি এরদোয়ান।
ব্যুরো রিপোর্ট