Trending

পুরনো মোবাইল বিক্রি করে নতুন স্মার্টফোন কিনতে চাইছেন? কিন্তু পাচ্ছেন না মনের মত দাম? চিন্তা করবেন না। বর্তমানে ভারতে পুরনো মোবাইল সেটের বাজার বেশ ঊর্ধ্বমুখী। অনেক ক্রেতাই আছেন যারা সাধ্যের মধ্যে কম দামে পুরনো হ্যান্ডসেট কিনতে চান। আবার যারা নতুন সেট কিনতে আগ্রহী তাঁরাও পছন্দসই দাম পেলে পুরনো সেট বিক্রি করে থাকেন। আর এই সুবিধার জন্য ভারতে পুরনো সেট ক্রয়-বিক্রয়ের একটা বড় বাজার তৈরি হয়েছে। তৈরি হয়েছে অনলাইন-অফলাইন মার্কেটপ্লেস। যেখানে পুরনো সেট অনলাইনে বেশ ভালো দামে বিক্রি করার সুযোগ থাকবে। নতুন ফোন কিনতে আগ্রহী ক্রেতারা পুরনো সেট বিক্রি করে অল্প কিছু টাকা যোগ করলে পেয়ে যাবেন নতুন স্মার্টফোন।
Cashify, Budli, Moswap বা Atterobay’র মত ওয়েবসাইটে স্মার্টফোন বিক্রি করতে পারবেন বেশ ভালো দামে। ফোন যদি একটু বেশিই পুরনো হয় তাহলে প্রয়োজন পড়লে মোবাইল সেট সারিয়েও নেবে এই ওয়েবসাইটগুলি। তাও আবার নিখরচায়।
তবে খেয়াল রাখবেন, মোবাইল ফোন বিক্রির সময় ফ্যাক্টরি রিসেট করতে ভুলবেন না। ফ্যাক্টরি রিসেট করলে মোবাইল ফোন থেকে আপনার যাবতীয় তথ্য সম্পূর্ণভাবে ডিলিট হয়ে যায়। কিন্তু মাথায় রাখতে হবে অ্যাক্টিভ অ্যাকাউন্টগুলো লগ আউট হয় না। তাই ফোন ফ্যাক্টরি রিসেট করার আগে সমস্ত অ্যাকাউন্ট থেকে লগ আউট করার পাশাপাশি অ্যাকাউন্টগুলোও রিমুভ করে দেওয়া উচিৎ। তাহলে তথ্য ফাঁসের কোন চিন্তা থাকবে না। নিশ্চিন্তে বিক্রি করতে পারবেন পুরনো মোবাইল সেট।
ব্যুরো রিপোর্ট