Trending
ট্রাম্প জেতার পরেই এবার ভারতে তৈরি হবে ৬টি ট্রাম্প টাওয়ার। নির্বাচন জয়ের সাফল্যকে হাতিয়ার করে ব্যবসা বাড়ানোর পথে ধনকুবের ট্রাম্প! ভারতের বুকে গড়ে উঠবে ১৫০০০ কোটির আরও ৬টি ট্রাম্প টাওয়ার ! সম্পূর্ণ জানবো এই প্রতিবেদনে।
দ্বিতীয়বার রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। পরাজিত করেছেন কমলা হ্যারিসকে। এবার এই নির্বাচন জয়ের বড় ব্যবসায়িক প্রভাব পড়তে চলেছে ভারতে। প্রায় ১৫০০০ কোটি টাকা বিনিয়োগ করে ৬টি ট্রাম্প টাওয়ার নির্মাণ করা হবে। সম্পূর্ণ এই প্রজেক্টের সম্ভাব্য আয়তন আনুমানিক ৮ মিলিয়ন বর্গ ফুট। প্রসঙ্গত আমেরিকা বাদে ‘ট্রাম্প’ ব্র্যান্ডের সবথেকে বেশি প্রোজেক্ট রয়েছে ভারতবর্ষে।আর ভারতে এই ব্যবসার দায়িত্বে আছে ‘ট্রিবেকা’ নামক এক সংস্থা।এই ট্রিবেকা কোম্পানি হলো ভারতে ট্রাম্প ব্র্যান্ডের অন্যতম পার্টনার। সম্প্রতি ট্রিবেকার প্রধান কল্পেশ মেহতা জানালেন, ভবিষ্যতে আরও ৬টি ট্রাম্প টাওয়ার গড়ে উঠবে ভারতে। ইতিমধ্যেই দেশে ট্রাম্প ব্র্যান্ডের ৪টি প্রোজেক্ট আছে। যার আয়তন তিন মিলিয়ন বর্গ ফুট।
প্রসঙ্গত এই কল্পেশ মেহতা হলেন ট্রাম্প পুত্র ডোনাল্ড জন ট্রাম্প জুনিয়রের বন্ধু এবং বিজনেস পার্টনার। পড়াশোনার সময় নিউইয়র্কের ট্রিবেকাতেই থাকতেন কল্পেশ। আর তাঁর থেকেই নিজের কোম্পানির নাম দিয়েছেন ট্রিবেকা।
সম্প্রতি একটি বেসরকারি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ট্রিবেকা প্রধান কল্পেশ মেহতা আরও জানান, তাঁর সঙ্গে ট্রাম্পের দেখা হয়েছিল। ট্রাম্প তাঁকে নির্মাণ ব্যবসা নিয়ে একটি গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছিলেন। ট্রাম্প বলেন,’আমার মতো কাজ করবে। খুব বেশি প্রোজেক্টে হাত দেবে না। তবে যেটাই করবে, সেটা যেন তোমার সেরা কাজ হয়।’ এই বিষয়ে কি বলেছেন কল্পেশ মেহতা, দেখুন।
প্রসঙ্গত, ট্রাম্প টাওয়ার হলো অত্যন্ত বিলাসভুল একটি আবাসন। এখানে থাকলে আপনার মনে হবে, আপনি ফাইভ সস্টার হোটেলে আছেন। মূলত নিউইয়র্ক-এর লাক্সারি লিভিং-কে ভারতে নিয়ে আসতেই এই উদ্যোগ নেয় ট্রিবেকা। আগের টার্মে donald trump প্রেসিডেন্ট নির্বাচিত হবার পরে ভারতের সঙ্গে আমেরিকার দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত হয়েছিল। আর এই বার ট্রাম্প জেতার পরে সেই রেশ ধরেই ভারতে ট্রাম টাওয়ার নির্মাণের মধ্য দিয়ে ভারত-মার্কিন সম্পর্কেকে মজবুত করতে চায় ট্রিবেকা।
Business Prime News
জীবন হোক অর্থবহ