Trending
সব প্রতীক্ষার অবসান। মার্কিন মুলুকে শেষ হাসি হাসলেন ডোনাল্ড ট্রাম্প। নিকটবর্তী প্রার্থী কমলা হ্যারিসকে পরাজিত করে ফের একবার হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্প। ফলাফল ঘোষণা হতেই বিজয়ী ভাষণ দিলেন ট্রাম্প। তিনি বলেন,“আমেরিকার স্বর্ণযুগের সূচনা হতে চলেছে। আমি আপনাদের নিরাশ করব না”। একইসঙ্গে অনুপ্রবেশ নিয়েও সুর চড়ালেন তিনি। বললেন, “এবার যেকোনও ভাবে আমেরিকায় অনুপ্রবেশ বন্ধ হবেই“।
সবরকম সমীক্ষাকে পেছনে ফেলে কমলা হ্যারিসের থেকে অনেকটাই এগিয়ে ট্র্যাম্প। এখনো সম্পূর্ণভাবে নির্বাচনের ফলাফল প্রকাশিত না হলেও, একের পর এক গণনার শুরু থেকেই একাধিক ষ্টেটে এগিয়ে ট্রাম্প। এমনকি যে সমস্ত সুইং ষ্টেটগুলো নির্বাচনে ফারাক গড়ে দেয়, সেইসব বেশিরভাগ ষ্টেট গুলোতেও এগিয়ে রিপাবলিক দল। আর যার ফলেই ক্রমশ স্পষ্ট হয়ে যায় যে, ফের একবার আমেরিকার মসনদে বসতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। এদিন জয় নিয়ে নিশ্চিত হতেই পাম বিচ কাউন্টি কনভেনশন সেন্টার থেকে নিজেকে বিজয়ী ঘোষণা করে ভাষণ দেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন , “আমেরিকা আমায় অপরিসীম ক্ষমতা দিয়েছে। এটা আমেরিকানদের জয়।আবার আমেরিকাকে সর্বশ্রেষ্ঠ বানাব আমি। আমেরিকার স্বর্ণযুগের সূচনা হল। যতদিন পর্যন্ত আমি নিরাপদ, সুরক্ষিত ও সমৃদ্ধ আমেরিকা তৈরি না করা পর্যন্ত আমি বিশ্রাম নেব না। শেষ নিঃশ্বাস পর্যন্ত প্রতিদিন আমি আপনাদের অধিকার নিয়ে লড়ব।”
এছারাও বিপুল ভোটে জয়ী হবার জন্য সমর্থকদের ধন্যবাদ জানিয়ছেনে তিনি। তিনি বলেন, “আমরা সীমান্তে সংস্কার করব এবং দেশে যা যা প্রয়োজন, সব কিছু ঠিক করব।” দেখুন তাঁর বিজয়ী বক্তৃতা