Daily
মোটর ভেহিকেলস ইন্সপেক্টরদের বিরুদ্ধে পথে বসে অবরোধে নামলেন বনগাঁ সীমান্তে যাতায়াতকারী ট্রাকের মালিক, চালক ও খালাসীরা।
সীমান্তে দীর্ঘদিনের জন্য বন্ধ ছিল আন্তর্জাতিক পণ্য চলাচল। বেশ কিছুদিন থমকে থাকার পর পণ্য চলাচল শুরু হতেই ট্রাক মালিকরা অভিযোগ করতে থাকেন মোটর ভেহিকেলস ইন্সপেক্টরদের দৌরাত্ম্যের বিরুদ্ধে। চালক ও গাড়ির মালিকদের অভিযোগ, মোটর ভেহিকেলস ইন্সপেক্টররা প্রতিটা গাড়ি থেকে বেআইনিভাবে ৫ থেকে ২৫ হাজার টাকা পর্যন্ত জোর জুলুম করে আদায় করছেন। যদিও এখনো পর্যন্ত মোটর ভেহিকেলস দপ্তরের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি চালকদের অভিযোগের কোন সারবত্তা আছে কিনা।
রবিবার গভীর রাতে বনগাঁ থানার বিএসএফ ক্যাম্পে প্রায় কয়েক শ লরি চালক ও মালিকরা একযোগে পথে বসে অবরোধ করতে শুরু করেন। চালকদের বক্তব্য
রাত ১১ টা থেকে অবরোধ চলতে শুরু করলে আসরে নামে বনগাঁ থানার পুলিশ ও মোটর ভেহিকেলস দফতরের কর্মীরা। ট্রাকচালকদের অভিযোগ
সীমান্তে আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্য বাংলাদেশের সঙ্গে বেশিরভাগটাই নিয়ন্ত্রিত হয় এই বনগাঁ সীমান্ত থেকে। বনগাঁ সীমান্তে ব্যবসা-বাণিজ্যের সঙ্গে জড়িয়ে আছে লক্ষ লক্ষ মানুষের রুটিরুজি প্রশ্ন। তবে ট্রাক মালিক ও চালকরা মাঝরাত্তিরে যেভাবে রাস্তায় নেমে মোটোর ভেহিকেলস দপ্তরের বিরুদ্ধে তোপ দাগলেন তা যথেষ্টই বেনজির। মোটর ভেহিকেলস বিভাগের বিরুদ্ধে উঠেছে মানুষের রুটি-রুজিতে হাত দেওয়ার প্রশ্ন।
এখন ট্রাক মালিক ও চালকদের সঙ্গে মোটর ভেহিকেলসের দৈনন্দিন সম্পর্কে কবে তিক্ততার অবসান হবে সেটাই এখন দেখার।
দেবস্মিতা মন্ডল, বনগাঁ