Daily
দেশীয় বাজারে রাজত্ব সেরে এবার তিনি এবারে তিনি পারি দিচ্ছেন সুদূর বিদেশে। যদিও বিদেশে তিনি ইতিমধ্যেই বেশ ফেমাস। কি ভাবছেন? কার কথা বলছি? নাহ, সচরাচর বিদেশ যাওয়ার সাথে যার যোগ থাকে তার কথা বলছি না। বলছি কাঁঠালের কথা।
দেশ পেরিয়ে বিদেশের মাটিতে অর্থাৎ দুবাই আর ইংল্যান্ড পাড়ি দিচ্ছে ত্রিপুরার কাঁঠাল। স্বাদে, গন্ধে একেবারে একঘর। ইতিমধ্যেই মন জয় করেছে একাধিক ইংরেজদের। হবে নাই বা কেন, এযে কাঁঠাল বলে কথা। আপাতাত প্রায় ৬০০ কেজি কাঁঠাল যাচ্ছে দুবাই, আর পরবর্তীতে ২ মেট্রিকটন কাঁঠাল গৌহাটি হয়ে যাবে ইংল্যান্ড।
সরকারি সহযোগিতায় ইতিমধ্যেই ফলন বেশ বেড়েছে। রপ্তানিতেও যে দিশা দেখছেন ব্যাবসায়িরা তা আর বলার অপেক্ষা রাখে না। তবে আন্তর্জাতিক বিমান চলাচল শুরু হলে রফতানিতে বাড়বে সুযোগ বলে মনে করছেন ত্রিপুরা উদ্যানপালক দফতরের অধিকর্তা ডঃ ফণীভূষণ জামাতিয়া।
ব্যুরো রিপোর্ট