pujo scope 2022
ঘড়ির কাঁটার সাথেই পাল্লা দিয়ে দৌড়ে চলেছি আমি আপনি প্রত্যেকেই। সত্যি বলতে থেমে নেই কোনো কিছুই। জন্ম থেকে শুরু হয় এই দৌড়। আর এই দৌড়ের পর্ব শেষ হয় মৃত্যুর সময়। চাইলেও কি এড়িয়ে যাওয়া যায় জীবনের এই দৌড়কে? যায় না।
আর এবার এই জীবন দৌড়ের ধারণাকেই বাস্তবের রূপ দিয়ে, ২০২২ এর দুর্গা পুজোর মন্ডপ তৈরী করছে দক্ষিণ কোলকাতার অন্যতম বিখ্যাত পুজো কমিটি ত্রিধারা সম্মিলনী ।
প্যান্ডেলের চারিপাশে নজর ঘোরালেই চোখে পড়বে বাঁশের কঞ্চি দিয়ে তৈরী বিভিন্ন কারুকার্য। রঙবে রঙের মই দিয়ে প্রকাশ করা হচ্ছে মানব জীবনের চড়াই উতরাইয়ের পর্ব। এছাড়াও আরও অনেক নজর কারা কারুকার্য নিয়ে সেজে উঠছে ২০২২ এর ত্রিধারা সম্মিলনীর পুজো মন্ডপ।
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ