Daily

অপেক্ষার অবসান, ট্রায়াল রান শুরু শিয়ালদাহ-সেক্টর ৫ রুটের মেট্রোর।আজ থেকেই অর্থাৎ চলতি সপ্তাহের শনিবারই ট্রায়াল রান শুরু করবে ইস্ট-ওয়েস্ট মেট্রো। ফুলবাগান থেকে সেক্টর ৫ রুটের এই মেট্রো এখনই যাত্রীদের জন্য উপলব্ধ হচ্ছে না। তবে যে গতিতে কাজ চলছে, সেভাবে চললে এবং সব কিছু ঠিক থসকলে, আগামী ডিসেম্বরের শেষেই যাত্রীবাহী মেট্রো ছুটবে এই লাইনে, জানালেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।
ফুলবাগান থেকে সেক্টর ৫ গামী এই মেট্রোর অন্যতম বড় স্টেশন হতে চলেছে শিয়ালদাহ। মাটি থেকে ১৬.৭ মিটার নিচে রয়েছে মেট্রোর লাইন। যেহেতু শিয়ালদাহ এশিয়ার ব্যস্ততম রেলস্টেশন তাই এখানে মেট্রো স্টেশনে থাকছে একাধিক ব্যবস্থা। মেট্রো স্টেশনকে ঢেলে সাজাতে এবং যাত্রীদের ভিড় কমাতে শিয়ালদাহ মেট্রো স্টেশনে বসবে ৩০টি টিকিট কাউন্টার, ১৮ টি এস্কেলেটর, ৯টি সিঁড়ি এবং ৫টি লিফট। এখানেই শেষ নয়, ভিড় সামাল দিতে মাইন প্লাটফর্মের পাশাপাশি থাকছে আইল্যান্ড প্লাটফর্মও। এছাড়াও এই স্টেশনে মেট্রোর গেট খুলবে দুদিকেই, কাজে যাত্রীরা দুদিক দিয়েই অনায়াসে ওঠা নামা করতে পারবেন।
ইতোমধ্যে শিয়ালদাহ মেট্রো স্টেশনে বসানো হয়েছে প্লাটফর্ম স্ক্রিন ডোর। শনিবার থেকে ট্রায়াল রান শুরু হওয়ার আগে, ইতিমধ্যেই শেষ করা হয়েছে পাবলিক অ্যাড্রেস সিস্টেম ইনস্টলের কাজ। কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ সূত্রে খবর, মাসদুয়েক ট্রায়ালের পর চূড়ান্ত পরিষেবা চালুর জন্য কমিশনার অফ রেলওয়ে সেফটির কাছে অনুমতি চাইবে মেট্রো কর্তৃপক্ষ।
ব্যুরো রিপোর্ট