Daily

রাজ্য জুড়ে সাড়ম্বরে পালিত হচ্ছে বনমহোৎসব। আম্ফানের মত ইয়াশের পরেও কার্যত বহু গাছ একেবারে নষ্ট হয়ে যায়। কিন্তু দুর্যোগের কবল থেকে মানুষকে বাঁচানোর জন্য এবং এলাকা নিরাপদ রাখার জন্য গাছের কোন বিকল্প নেই। আর তাই দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের উপকূলবর্তী এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। যা পালন করা হচ্ছে বারাসাত স্টেডিয়ামে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন বারাসাত পুরসভার পুর প্রশাসক সুনীল মুখার্জি এবং বারাসাত জেলা শাসক সুমিত গুপ্ত।
এক হেক্টর জমিতে ২০ হাজার ম্যানগ্রোভ রোপন করা হবে। আর সেই লক্ষ্যকে সামনে রেখেই এগিয়ে চলেছে উত্তর ২৪ পরগনা জেলার বনদপ্তর। অরণ্য সপ্তাহ পালন উৎসবে এসে জেলাশাসক সুমিত গুপ্ত জানিয়েছেন, বাদাবন তৈরির জন্য ৫০০ একর জমি চিহ্নিত করা হয়েছে। মূলত হাসনাবাদ সন্দেশখালি মিনাখা বসিরহাট এক ও দুই এবং হাড়োয়া ব্লকে এই বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হবে। প্রাকৃতিক দুর্যোগ রুখতে বাদাবন তৈরির কাজ আগামী অগাস্ট মাস থেকেই শুরু করবে বনদপ্তর ও এনআরইজিএস দপ্তর। এছাড়াও জেলার নতুন তৈরি রাস্তাগুলোর দু’ধারে লাগানো হবে গাছ।
অঙ্কিত মুখার্জী, বারাসাত