Daily

‘যেথায় খুশি যাইতে পারি”। গুপি গাইন, বাঘা বাইনের গল্পটা মনে পড়ছে? হাতে হাতে তালি মেরে চোখের পলকে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া- কত সহজ, কত মজার, তাই না? তবে এক্ষেত্রে যাতায়াতের পরিসরটা আপাতত দিল্লি আর কলকাতার মধ্যেই সীমাবদ্ধ। হাতে হাতে তালি মেরে নয়, তবে চোখের নিমেষে তো বটেই।
এবার থেকে দিল্লি টু কলকাতার দীর্ঘ দেড় হাজার কিলোমিটার পথ যাতায়াত করুন মাত্র ২ ঘন্টার ট্রেন সফরে। নেপথ্যে রয়েছে, হাইপারলুপ ট্রেন। পরিবহন ব্যবস্থার দ্রুততম মাধ্যম এই ট্রেন। আর ভারতে এর ধামাকাদার এন্ট্রি হতে চলেছে শীঘ্রই। ভারতে পরিবহন ব্যবস্থায় আমূল পরিবর্তন আনতে, এমনই প্রকল্পের কথা ঘোষণা করেছে স্বয়ং নীতি আয়োগ।
নীতি আয়োগের একজন সদস্য এদিন জানান, হাইপরলুপ ট্রেন তৈরির যাবতীয় পরিকাঠামো রয়েছে ভারতে। যদিও সম্পূর্ণ ব্যবস্থাটি দাঁড় করানোর বিষয়টা একটু সময়সাপেক্ষ। তবে অনুকূল পরিবেশ পেলে, সময় কমে আসবে। এক্ষেত্রে বিদেশি বিনিয়োগ টানার দিকে নজর দেওয়ার কথাও বলেছেন তিনি। থেমে নেই নিজেও। এই টেকনোলজি ভারতে গঠনের ক্ষেত্রে ব্যবসায়িক দিকটাও খতিয়ে দেখছেন তিনি এবং তাঁর গঠন করা কমিটি।
টিউবের মধ্যে দিয়ে ঝড়ের গতিতে ছুটবে নতুন টেকনোলজির এই ট্রেন। তবে এই প্রকল্প বাস্তবায়নের আদর্শ পরিকাঠামো থাকলেও, বিদেশি বিনিয়োগ আর লাগাতার গবেষণা না থাকলে যে কিছুই সম্ভব হবে না, সে কথাও বলেছেন তাঁরা।
ব্যুরো রিপোর্ট