Daily
ট্রেনের সফর মানেই অন্যরকম উত্তেজনা। তা সে লোকাল ট্রেন হোক, অথবা এক্সপ্রেস। আর ট্রেনে যাতায়াত করার সময় কত অজানা চিহ্ন আমাদের চোখে পড়ে বলুন তো। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে আমাদের চোখ এই সাইনগুলোকে এড়িয়ে যায়। ফলে তৈরি হয়না প্রশ্ন। তার মধ্যে যেমন এই ক্রস চিহ্ন। ট্রেনের শেষ কোচের পিছনে এই ক্রস সাইনটি দেখা যায়। কিন্তু জানেন কি, কেন এই ক্রস সাইন ব্যবহার করে রেল?
সাধারণত যাত্রীবাহী ট্রেনের শেষ বগির পিছনে এই চিহ্নটি লক্ষ্য করা যায়। সাধারণত উজ্জ্বল হলুদ বা সাদা দিয়ে এই ক্রস চিহ্ন আঁকা থাকে। কিন্তু কেন এই ক্রস সাইন ব্যবহার করা হয়?
সাধারণত ট্রেনের শেষ কামড়া চিহ্নিত করতে এই ক্রস সাইন ব্যবহার করা হয়। এক্স চিহ্ন সহ বগি দেখা না-গেলে রেলকর্মীরা বুঝতে পারেন যে ট্রেনটি জরুরি অবস্থার মধ্যে রয়েছে।এমনকি ট্রেনের গার্ড এই শেষ কামড়ায় ক্রস সাইন দেখেই বুঝতে পারেন, পুরো ট্রেনটি নিরাপদ রয়েছে।