Market
অতিমারির জোরালো কামড়ে একদিকে বেড়েছে সংসার খরচ। অন্যদিকে জ্বালানির মূল্যবৃদ্ধি মানুষের দুশ্চিন্তা ক্রমশই বাড়িয়ে তুলছে। এই জোড়া আক্রমণে যখন সাধারণ মানুষের জীবন বিপর্যস্ত ঠিক তখনই টিভি দেখার খরচ বৃদ্ধি পাওয়ায় নতুন করে আশঙ্কা জমা হচ্ছে সাধারণ মানুষের বুকে। এবার টিভি দেখার খরচ কমাতে রীতিমত কড়া হল ট্রাই। হুঁশিয়ারি দেওয়া হল, গ্রাহকের স্বার্থে এভাবে টিভি দেখার খরচ কখনই বাড়ানো যাবে না।
ট্রাইয়ের পক্ষ থেকে বলা হয়েছে, বেশ কিছু বিনোদন এবং খেলার চ্যানেল নিজেদের মত মূল্যবৃদ্ধির পথে হাঁটছে এবং তার দায় সম্পূর্ণভাবে চাপিয়ে দেওয়া হচ্ছে ট্রাইয়ের উপর। ট্রাই কড়া ভাবে জানিয়েছে, এর ফলে গ্রাহকদের কাছে ভুল বার্তা পৌঁছচ্ছে। এমনকি গ্রাহকদের কাছে চাওয়া হচ্ছে বাড়তি ১০০ টাকা। মাসুলের নির্দেশের কথা বলে চাওয়া হচ্ছে এই বাড়তি টাকা। তবে এবার ট্রাই এই বিষয়ে নিতে চলেছে কড়া পদক্ষেপ।
জানানো হয়েছে, যেভাবে জনস্বার্থ উপেক্ষা করে টিভি চ্যানেলগুলি দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে তাতে ক্ষতি হচ্ছে ট্রাইয়ের। তাই গ্রাহকদের স্বার্থ যাতে কোনভাবে নষ্ট না হয় সেদিকেই এবার থেকে খেয়াল রাখবে ট্রাই।
ব্যুরো রিপোর্ট