Daily

রয়েছে করোনা। রয়েছে সংক্রমন। রয়েছে সংক্রমণের ভয়ও। আর এসবের মধ্যেই রয়েছে বাজার। রয়েছে ব্যবসা। তবে এবার যেন মা লক্ষ্মীর আশীর্বাদে ভরপুর দীপাবলির বাজার। এমনকি, বেচাকেনার বহর দেখে রীতিমত তাজ্জব, ব্যবসায়ীরাও।
কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডারের দাবি, গত ১০ বছরের ব্যবসায়িক রেকর্ডকে ভেঙে চুরমার করে দিয়েছে, এবছরের বেচাকেনা। এবার দিওয়ালিতে প্রায় ১.২৫ লক্ষ কোটি টাকার ব্যবসা হয়েছে বলে জানিয়েছে ব্যবসায়িক সংগঠনগুলো। যা কিনা, দিওয়ালির মরশুমে প্রদীপে আলো তো জ্বেলেছেই, একইসাথে আগামী দিনেও ব্যবসায় আলোর দিশা দেখাচ্ছে। করোনা বিধি খানিক শিথিল হওয়ার জন্যই ব্যবসার চাকা ঘুরেছে বলে মনে করছেন ব্যবসায়ীদের একাংশ।
গত এক বছর ধরে দীপাবলির বাজার কার্যত ঝিমিয়ে পড়েছিল। তবে এবার পরিস্থিতি খানিক থিতু হতেই, বাজারে ভিড় জমান ক্রেতারা। যেভাবে ক্রেতার ঢল বাজারে ভিড় জমাচ্ছে তাতে এই মরশুমে ৩ কোটি টাকার ব্যবসা হয়ে যেতে পারে বলে আশা রাখছে ব্যবসায়িক মহল।
ব্যুরো রিপোর্ট