Market
জোগানে হতে পারে ঘাটতি, বাড়তে পারে দাম। এখনও গ্রীষ্মকালীন যে সকল আনাজের দাম রয়েছে মধ্যবিত্তের নাগালে তাই এক ধাক্কায় বেড়ে যেতে পারে অনেকটাই। এমনই আশঙ্কার কথা রাজ্য সরকারকে চিঠি দিয়ে জানাল, পাইকারি বাজারের ব্যবসায়ীদের সংগঠন চাষি ভেন্ডর অ্যাসোসিয়েশন।
চিঠিতে জানানো হয়েছে, সন্ধ্যে ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত বাজার খুলে রাখার অনুমতি দিক সরকার। কারণ, ব্যবসায়ীদের মতে, সরকার যে সময়সীমা বেঁধে দিয়েছে তাতে কোনমাবেই চাষিদের পক্ষে আনাজপাতি বিক্রি করা সম্ভব হবে না। ফলে খুচরো বাজারে সব্জির জোগান কমে গেলে আবারও হু হু করে চড়তে পারে দাম। কারণ, শহরের অধিকাংশ বাজারে পাইকারি ব্যবসায়ীরা রাতে আসেন আনাজ, সব্জি নিয়ে। ভোর থেকে খুচরো ব্যবসায়ীরা তাঁদের থেকে কিনে বাজারে বসেন ক্রেতার আশায়। এখন সরকারি নির্দেশ মত যদি সকাল ৭টা থেকে ১০টা এবং দুপুর ৩টে থেকে ৫টা পর্যন্ত বাজার খোলার অনুমতি দেওয়া হয় তাহলে ব্যহত হবে গোটা সাপ্লাই চেন। ফলে, অসুবিধের মধ্যে পড়তে পারেন ক্রেতা সহ খুচরো ব্যবসায়ীরা।
তাই সংগঠনের পক্ষ থেকে চিঠি পাঠানো হয়েছে মুখ্যসচিব সহ কৃষি দফতরের আধিকারিকদের কাছে। তাঁরা মনে করছেন সরকার গুরুত্ব নিয়ে না দেখলে স্হায়ী জোগানে নামতে পারে ভাটা। কিন্তু যে হারে ভাইরাসের তান্ডব চলছে গোটা দেশজুড়ে, সেখানে সরকার কী পদক্ষেপ নিতে পারে সেটাই এখন দেখার বিষয়।
ব্যুরো রিপোর্ট