Daily

গার্মেন্ট শিল্পে বসছে অতিরিক্ত কর। আগেই ঘোষণা করেছিল কেন্দ্র। হাজার টাকার কমের জামা থেকে কর কমানোর জন্য কেন্দ্রকে এবার আর্জি জানালো খুচরো ব্যবসায়ী সংগঠন। তারা জানিয়েছে, অবিলম্বে কর না কমালে তাসের ঘরের মতো হুড়মুড়িয়ে ভেঙে পড়বে ব্যবসা।
যত দিন যাচ্ছে ততই মহার্ঘ্য হচ্ছে নিত্যদিনের জীবন যাপন। সূচ- আলপিন থেকে শুরু করে যাবতীয় নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম আকাশছোঁয়া। আর এই মূল্যবৃদ্ধি নিয়ে বিরোধীদের প্রশ্নের মুখে কেন্দ্র। অতিমারির জেরে বিপর্যস্ত হয়েছে বস্ত্রশিল্পের ৮৫% ব্যবসা। এর উপর বাড়তি জিএসটি বসলে কোথায় যাবেন খুচরো ব্যবসায়ীরা? ভাটা নামবে যোগানে। দুর্ভোগ বাড়বে গরীব রোজগেরেদের। তাই সস্তার পোশাকে অতিরিক্ত জিএসটি বসানোর আগে নির্মলা সিতারামনকে ভাবনা চিন্তার জন্য আর্জি জানিয়েছে খুচরো ব্যবসায়ী সংগঠন।
শুধু তাই নয়। ১০০০ টাকা পর্যন্ত দামের তৈরি জামাকাপড় ছাড়াও বেশ কিছু বিশেষ ধরনের বস্ত্র এবং কৃত্রিম ভাবে তৈরি সুতোয় কর বাড়ানো হয়েছে। ৫% থেকে বাড়িয়ে ১২% জিএসটি বসিয়েছে জিএসটি পরিষদ। ২০২২- এর ১ জানুয়ারি থেকে তা কার্যকর হবে। তবে এই বিষয়টি নিয়ে বিবেচনার কথা বলেছে রাজ্য। অযথা করের বোঝা না বাড়িয়ে কেন্দ্রকে কর ফাঁকি রোখার কথা বলেছে তারা।
ব্যুরো রিপোর্ট