Daily
দার্জিলিং ঘুরতে আসবেন আর টয় ট্রেনে সফর হবে না, সেটা কি সম্ভব? দার্জিলিং-এর খ্যাতি বিশ্ব দরবারে ছড়িয়ে দিয়েছে চা, কাঞ্চনজঙ্ঘা আর এই টয় ট্রেন। নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিং যাত্রার এই টয় ট্রেনের সফর পর্যটকদের কাছে অত্যন্ত রোমাঞ্চকর তো বটেই। তবে এবার টয় ট্রেনে শুধু সফর নয়। বরং সুস্বাদু খাবারের স্বাদ নেওয়াও সম্ভব হবে যাত্রীদের। আপাতত সেই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে নিউ জলপাইগুড়ি স্টেশনে।
উত্তর-পূর্ব ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ স্টেশন নিউ জলপাইগুড়ি স্টেশন। আধুনিকতার সঙ্গে পাল্লা দিয়ে এবার এনজেপিকে সাজিয়ে ফেলতে আসরে নেমে পড়েছে রেল দফতর। তার মধ্যে যেমন রয়েছে নতুন প্ল্যাটফর্ম তৈরির কাজ, তেমনই শুরু হয়েছে নতুন রেল লাইনের কাজ। খুব দ্রুততার সঙ্গে এগিয়ে চলেছে কাজগুলো। তবে আধুনিকতার চমক এখানেই শেষ হয়ে যায়নি। আধুনিকতার অঙ্গ হিসেবে এবং টয় ট্রেনের সাবেক ইতিহাসকে আরও ছড়িয়ে দিতে ঐতিহ্যবাহী টয় ট্রেনের বাতিল কামরাকে রেস্তোরাঁ বানানোর কাজে মনযোগী হচ্ছে উত্তর-পূর্ব সীমান্ত রেল। আর সেই কাজ শুরুও হয়ে গিয়েছে ভালোরকম। স্টেশনের ১ নং প্ল্যাটফর্মের কাছে টয় ট্রেনের বাতিল কামরাকে সুন্দরভাবে সাজিয়ে রেস্তোরাঁ তৈরি করার কাজ চলছে এখন। বর্তমানে টয় ট্রেনের দুটি বাতিল কামরাকেই সুন্দরভাবে সাজিয়ে রেস্তোরাঁ তৈরির কাজটি সারতে চাইছে রেল দফতর। এর ফলে, ডিএইচআর এর কৌলীন্য যেমন আরও অনেকটাই ছড়িয়ে পড়বে, তেমনই বাতিল কোচকে রেস্তোরাঁ করতে পারলে, আয়ের অঙ্কটাও অনেকটাই বাড়বে বলে মনে করা হচ্ছে। এই বিষয়ে উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে কী বললেন শুনে নেওয়া যাক।
প্রসঙ্গত, বাতিল কামরাকে রেস্তোরাঁ বানানোর এই ট্র্যাডিশন নতুন নয়। কারণ এর আগেও স্টেশনের বাইরে একটি বাতিল কোচে রেস্তোরাঁ বানিয়ে বেশ ভালো রকম সাড়া পেয়েছে রেল। বলাই বাহুল্য, এই কোচ রেস্তোরাঁর আকর্ষণ যতদিন যাচ্ছে বৃদ্ধি পাচ্ছে। বাতিল কোচে বসে রসনা মেটাচ্ছেন ভোজনরসিক মানুষরা। টয় ট্রেনের আকর্ষণ পর্যটকদের কাছে নেহাতই কম নয়। অনেক যাত্রী পাহাড় ঘুরতে এলেও টয় ট্রেনে করে ভ্রমণের স্বাদ উপভোগ করতে পারেন না। এবার সেই সকল যাত্রীদের কথা মাথায় রেখেই টয় ট্রেনের বাতিল কামরাকে কোচ রেস্তোরাঁ বানানোর পরিকল্পনা নিল রেল দফতর। এর ফলে একদিকে যেমন টয় ট্রেনের কামরাতেও বসা হল, তেমনই টয় ট্রেনের অনুভূতিও পাবেন তাঁরা। সবদিক থেকে আয়ের অঙ্কটাও অনেকটাই বাড়বে বলে আশাবাদী রেল।
অরূপ পোদ্দার
শিলিগুড়ি