Daily

মদন মিত্রের গর কামারহাটিতে দালাল চক্রের খবর। বাদ যাচ্ছেন না রোগীর পরিবার থেকে আত্মীয় পরিজন। আর সেই খবর কানে আসতেই কার্যত সশরীরে চলে এলেন স্বয়ং বিধায়ক মদন মিত্র।
কামারহাটি কলেজ অফ মেডিসিন এবং সাগরদত্ত হাসপাতালকে কোভিড হাসপাতালে পরিণত করার সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার। সেইমত করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসা চলছিল এখানেই। কিন্তু গত কয়েকদিন ধরেই এখানে ব্যপকভাবে সক্রিয় হয়ে উঠেছে দালাল চক্র। হাসপাতালে রোগী ভর্তি সহ মৃতদেহ বেড থেকে নামানো সব ক্ষেত্রেই দাবি করা হচ্ছে মোটা অঙ্ক। আর সেই খবর পেয়েই কানে পৌঁছাতেই তিনি সরোজমিনে খতিয়ে দেখতে সপারিষদ চলে এলেন কামারহাটির নবনিযুক্ত বিধায়ক মদন মিত্র। কামারহাটি কলেজ অফ মেডিসিন এন্ড সাগরদত্ত হাসপাতালে পৌঁছে তিনি কথা বলেন হাসপাতাল আধিকারিকদের সঙ্গে। কার্যত হুমকির সুরেই জানান, হাসপাতাল চত্বরে যে বা যারা দালাল চক্র চালাচ্ছে তাদের বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা না নিলে ল্যাম্পপোস্টে বেঁধে রাখা হবে। তার সঙ্গে এটাও জানান যে, হীরালাল মজুমদার কলেজে সেফ হোমের উদ্বোধন হয়ে গেল আজ। একসঙ্গে ৩০০ জন মানুষের থাকার ব্যবস্থাও করা হয়েছে।
ব্যুর রিপোর্ট