Daily

ভ্রমণে মাস্ট করোনা নেগেটিভ অথবা ডাবল ভ্যাকসিনেশনের সার্টিফিকেট। এবার বাংলা হোক কি দেশের যেকোনো জায়গায়, পর্যটকদের হাতের কাছে রাখতে হবে ডাবল ভ্যাকসিনেশনের সার্টিফিকেট অথবা ৭২ ঘন্টার মধ্যে করানো RT-PCR টেস্টের করোনা নেগেটিভ রিপোর্ট।
দ্বিতীয় ঢেউয়ের ধাক্কা সামলে উঠতে না উঠতেই, দিঘার সমুদ্র সৈকত কিংবা ধর্মশালার পাহাড়ের আনাচে কানাচে মাস্ক ছাড়া পর্যটকদের যে ভিড়ের ছবি দেখা গেল তাতে রীতিমতো ত্রস্ত সরকার। মাস্ক নেই অধিকাংশ পর্যটকের মুখে। আর দুরত্ববিধি? সে তো দূর অস্ত। তাই এবার কড়া হলো রাজ্য সরকার। ইতিমধ্যেই সমুদ্র নগরী দিঘা, মন্দারমনি সহ দক্ষিণ ২৪ পরগনার বেশ কয়েকটি সমুদ্র সৈকতে থাকা হোটেল ব্যবসায়ীরা নির্দেশিকা অনুযায়ী পর্যটকদের থাকার ব্যবস্থা করছেন।
আন্তঃ রাজ্য ভ্রমণের ক্ষেত্রেও এয়ারপোর্টে দেখতে হবে করোনা নেগেটিভ অথবা ডাবল ভ্যাকসিনেশনের সার্টিফিকেট। রাজ্যে নতুন করে করোনার আক্রান্ত হয়েছেন ৮০১ জন। আর তাই নয়া নির্দেশিকায় ভ্রমণপিপাসুদের ভ্রমনপিপাসায় দেখা দিল ভাটার টান। ভ্রমন সঙ্গী হিসেবে সার্টিফিকেট মাস্ট, নয়তো ভ্রমণের আনন্দ থেকে আপাতত বিরত থাকতে হবে, পর্যটকদের।
ব্যুরো রিপোর্ট