Prime
Daily
লকডাউন শিথিল হতেই ভিড় উপচে পড়ল দীঘায়
By Business Prime News | July 7, 2021
Daily
লকডাউনের কড়াকড়ি শিথিল হতেই ভ্রমন পিপাসুদের ভিড় উপচে পড়ল সাগরকন্যার শহর দীঘায়। বন্ধু- বান্ধব থেকে ফ্যামিলি কিংবা নবদম্পতি বাদ গেল না কেউই।
করোনা অতিমারির ভয়াবহতা এখনো কমেনি। কিন্তু দীর্ঘদিন ঘরবন্দি দশার একঘেয়েমি কাটাতে পরিবর্তনের প্রয়োজন। আর ঘরের কাছে সবচেয়ে আগে যার কথা মাথায় আসে সে হল দিঘা। ইয়াস হোক বা করোনা, বেশ ভালভাবেই বিদ্ধস্থ হয়েছে দিঘা। থমকে গিয়েছিল পর্যটন ব্যাবসা। পর্যটকদের দেখা মেলায় হাশি ফুটেছে স্থানীয় ব্যাবসায়িদের মুখেও।
পর্যটক পূর্ণ দিঘায় একে একে খুলছে বন্ধ হয়ে যাওয়া দোকানের ঝাপ। নতুন করে শুরু হচ্ছে বাণিজ্য। তবে পর্যটকদের বেশিরভাগই করোনা বিধি মানছেন না, ব্যাবহার করছেন না স্যানিটাইজার। যদিও সরকারি তরফে, তাদের উপর কড়া নজর রাখা হচ্ছে বলে জানানো হয়েছে।
ব্যুরো রিপোর্ট