Trending

সরকারিভাবে এবার শিল্পের মর্যাদা পেল পর্যটন। বহুদিন ধরেই পর্যটনকে শিল্পের মর্যাদা দেওয়ার দাবি উঠেছিল। অনেকদিন আগেই এই ব্যাপারে রাজ্য মন্ত্রীসভার কাছে প্রস্তাবও আনা হয়েছিল। বুধবার নবান্নতে রাজ্য মন্ত্রীসভার যে বৈঠক বসেছিল সেখানেই মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের উপস্থিতিতে এই প্রস্তাবকে সরকারিভাবে অনুমোদন দেওয়া হলো।
রাজ্য মন্ত্রীসভার এই সিদ্ধান্তে অনেক বড় বড় সংস্থা এই পর্যটন ক্ষেত্রে বিনিয়োগের জন্য এগিয়ে আসবে। আর বিনিয়োগ বাড়লে খুব স্বাভাবিকভাবেই কর্মসংস্থানও বাড়বে। রাজ্যের পর্যটন ক্ষেত্রের সঙ্গে যুক্ত রয়েছেন প্রচুর হোম স্টে, হোটেল, রিসর্ট ব্যবসায়ীরা। এতদিন শিল্পের তকমা না থাকায় এই ব্যবসায়ীরা বিশেষ কোন সুবিধা পেতেন না। এখন থেকে এঁরা অন্যান্য শিল্পের মতই সহজ শর্তে ঋণ পাবেন এবং নিজেদের বাণিজ্যিক প্রয়োজন মেটাতে পারবেন। পশ্চিমবঙ্গে শিল্প তৈরি করার ক্ষেত্রে জমি থেকে আরম্ভ করে বিদ্যুৎ সংযোগ ক্ষেত্রে অনেক ছাড় পান শিল্পপতিরা। পর্যটন শিল্পের আওতায় আসার ফলে এই ক্ষেত্রেও বিনিয়োগের জন্যও সেই সুযোগ সুবিধা দেওয়া হবে।
এতদিন এই হোটেল বা রিসর্ট বা হোম স্টে গুলি পরিষেবা ক্ষেত্র হিসেবে বিবেচিত হতো। তাই এই ব্যবসা করতে ব্যবসায়ীদের দিতে হতো পরিষেবা কর। এখন থেকে এই কর আর দিতে হবে না বরং উল্টে ব্যবসায়ীরা করের চাপ থেকে মুক্ত হয়ে পর্যটকদের কিছু বেশি সুবিধা দিতে পারবে আবার অন্যদিকে সরকারি কোষাগারও কিছুটা মজবুত হবে। তাই বিশ্ব বাণিজ্য সম্মেলনের আগে রাজ্যের পর্যটন ক্ষেত্রে গতি আনতে নবান্নের এই সিদ্ধান্তকে এক ইতিবাচক পদক্ষেপ বলে মনে করছেন রাজ্যের ব্যবসায়ী মহল।
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ