Market
অতিমারির দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় থেমে গিয়েছিল পর্যটন শিল্পের চাকা। কঠিন পরিস্থিতির মুখে পড়ে পর্যটন শিল্পের সঙ্গে জড়িত বহু মানুষ। পুজোর মুখে সেই ব্যবসা কিছুটা হলেও ঘুরে দাঁড়াতে শুরু করায় স্বস্তির নিঃশ্বাস ফেলেন এই ব্যবসার সঙ্গে জড়িতরা। কিন্তু ভ্রুকুটি সেখানেও। অতিমারির জোরালো কামড় না থাকলেও ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগের জেরে আবারো চরম অনিশ্চয়তা জমতে শুরু করে পর্যটন ব্যবসায়।
পুজো মরশুমে সিকিম, দার্জিলিং সহ গোটা উত্তরবঙ্গে হোটেল, হোম স্টে, গাড়ির মত পর্যটনের গুরুত্বপূর্ণ দিকগুলির অচলাবস্থা ক্রমশ কেটে যেতে শুরু করে। ফলে ঘুরতে শুরু করে পর্যটন ব্যবসার চাকা। শুধু উত্তরবঙ্গ নয়। উত্তরাখণ্ডেও পর্যটন ব্যবসায় লক্ষ্মীলাভের পথ ক্রমশ চওড়া হতে শুরু করে। কিন্তু প্রাকৃতিক বিপর্যয় যে সেখানেও। কখনো অতিবৃষ্টি, কখনো ধস। একের পর এক প্রাকৃতিক বিপর্যয়ের কারণে কার্যত ভেঙে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে পর্যটন ব্যবসা ঘিরে।
সূত্রের খবর, করোনা পূর্বে পর্যটন ব্যবসা যে পর্যায়ে পৌঁছে গিয়েছিল, সেই ব্যবসা এখনো ৩০% পর্যন্ত পৌঁছয়নি। তবু এর মধ্যেও বুকিং সহ পর্যটকদের পাও পড়েছে যথেষ্ট। তবে এই ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগের কারণে আবারো পর্যটন শিল্পে জমছে আশঙ্কা। আদৌ কি এই বছর পর্যটকরা ঘুরতে আসার সাহস দেখাবেন? সেই প্রশ্নটা যেমন উঠছে একইভাবে বুকিং বাতিলের সম্ভাবনাও রয়েছে যথেষ্ট।
ব্যুরো রিপোর্ট