Tourism

সামনেই পুজো। সারাবছরের কাজের চাপ এবং একঘেয়েমি কাটাতে ভাবছেন পুজোর সময় কটা দিন একটু ঘুরে আসবেন। কিন্তু এই অল্প সময়ের মধ্যে টিকিট, হোটেল এত কিছু ব্যবস্থা করবেন কি করে তা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন। আসলে থাকা, খাওয়া , হোটেল , গাড়ি এসবের ঝামেলা নিতে চাইছেন না। তাই তো? আর চিন্তা নেই। আপনাদের সুবিধার্থে রাজ্য সরকার পুজোর আগে নিয়ে আসছে পর্যটন প্যাকেজ।
পশ্চিমবঙ্গে নদী, পাহাড় , সমুদ্র এতকিছু থাকলেও ট্যুরিজম নিয়ে নির্দিষ্ট কোন প্যাকেজ ছিল না। এবার তাই পুজোর আগে পর্যটক টানতে. ১৬ টি জেলায় ৬৫ টি ট্যুর প্যাকেজ নিয়ে হাজির রাজ্য সরকার। মঙ্গলবার পর্যটন দফতরের প্রকাশিত ওই প্যাকেজে পাহাড়, অরণ্য, ঐতিহ্যবাহী এবং সংস্কৃতি ,প্রকৃতি , সমুদ্র এবং সপ্তাহের শেষে সংক্ষিপ্ত ভ্রমণ পরিকল্পনার সঙ্গে সঙ্গে ধর্মীয় পর্যটন ও রয়েছে। আসন্ন শারদ উৎসবকে মাথায় রেখেই এই প্যাকেজ তৈরি হয়েছে। পাহাড়ের মধ্যে থাকছে দার্জিলিং, কালিম্পং অরণ্যের মধ্যে জলপাইগুড়ি, দুই ২৪ পরগণা, আলিপুর দুয়ার, হেরিটেজ ভ্রমণে মালদহ, মুর্শিদাবাদ, বাঁকুড়া, বীরভুম, হাওড়া, ঝাড়গ্রাম, কলকাতা। আবার প্রাক্রিতিক ভ্রমণে আছে পুরুলিয়া, ঝাড়গ্রাম, সমুদ্রতটের মধ্যে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগণা। সপ্তাহের শেষে ছুটি কাটানোর জায়গা হিসেবে রাখা হয়েছে উত্তর ২৪ পরগণাকে।
অনেক রাজ্য ইতিমধ্যেই টিভি, সোশ্যাল মিডিয়ায় তাদের পর্যটন স্থানগুলোকে তুলে ধরেছে। পর্যটন দপ্তর জানিয়েছে যে ওয়েবসাইট ছাড়াও সমস্ত তথ্য হোটেলগুলোতেও দেওয়া থাকবে। বুকলেট, কিউআর কোড থেকে শুরু করে হোটেলে ফ্রন্ট-ডেস্কে কর্মীদের ট্রেনিং এর কাজ শুরু হবে পুজোর আগেই।
পর্যটন দপ্তরের প্রতিমন্ত্রী ইন্দ্রনীল সেনের কথায় রাজ্যের মুখ্যমন্ত্রী এই রাজ্যকে পর্যটনে দেশের প্রবেশ দ্বার করতে চেয়েছেন। আর সেই ইচ্ছেকেই বাস্তবায়িত করতে রাজ্যের এই উদ্যোগ। আশা করা জায় এই প্যাকেজ চালু হলে শুধু রাজ্যেই নয় রাজ্যের বাইরের পর্যটক সংখ্যা বৃদ্ধি পাবে।
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ