Market
বি পি এন ডেস্ক: কোভিড কালে পর্যটন শিল্পে আগেই ধ্বস নেমেছিল। পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করায় মানুষজনও ঘর ছেড়ে বেরনোর সাহস দেখাচ্ছিলেন কিন্তু বাধ সাধল নির্বাচন। এমনই মত পর্যটন শিল্পের সঙ্গে যুক্ত সংস্থাগুলির।
তাঁদের দাবি, অতিমারির ভয় নিয়ে অনেকেই বাইরে যাবার পরিকল্পনাকে দূরে সরিয়ে রেখেছেন। খুবই অল্প সংখ্যার মানুষ সাহস করে ভ্রমণের পরিকল্পনা করায় ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছিল পর্যটন শিল্প। সপ্তাহের শেষে দোল থাকায় ছুটি কাটাতে তাঁরা দীঘা, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রামের মত জায়গায় ঘুরে আসার পরিকল্পনা করলেও পরে তা ভেস্তে যায়। কারণ, এই সকল এলাকা থেকেই শুরু হচ্ছে রাজ্যের বিধানসভা ভোট। নির্বাচনের কারণে তাই অধিকাংশ বুকিং বাতিল হয়ে যায়। লোকসানের মুখে ফের পড়তে হয় পর্যটন শিল্পকে। এই শিল্পের সঙ্গে যুক্ত সংস্থাগুলির বক্তব্য, বিকল্প রাস্তা খুঁজতে হয়েছে তাদের। সংখ্যাটা নগণ্য হলেও কিছু পর্যটকদের সুন্দরবন বা ওড়িশামুখী করা গেছে।
এদিকে ফের বাড়ছে সংক্রমণ। গ্রীষ্মের ছুটিতেও নির্বাচনের মেজাজ পুরোমাত্রায় বজায় থাকবে রাজ্যে। তাই পাখির চোখ ছিল এই দোলের ছুটি। এই সময় যে সকল এলাকায় পর্যটকদের ভিড় থাকে সেই সকল এলাকা থেকেই শুরু হচ্ছে নির্বাচনের ওপেনিং ইনিংস। যার ফলে বাতিল করতে হয়েছে সমস্ত বুকিং। নির্বাচন কমিশনের কাছে সূচি পরিবর্তনের অনুরোধ করেছিল ট্র্যাভেল এজেন্টস অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল বা টাব। যদিও সেই আর্জিতে বিশেষ আমল না দেওয়ায় ফের ক্ষতির আশঙ্কা করছে পর্যটন শিল্প।