Daily

ঝড়খালি ইকোটুরিজম। সুন্দরবনের অন্যতম প্রধান পর্যটন ব্যবসার প্রাণকেন্দ্র। কিন্তু আজ প্রাণই যে নেই সেখানে। কেমন যেন খাঁ খাঁ করছে ঝড়খালি। অদ্ভুত শূন্যতা গ্রাস করেছে ঝড়খালিকে। অভাব- পর্যটকদের।
করোনা কেড়েছে গ্রাস আর ইয়াস মিটিয়েছে আশ। আজ, পর্যটক শূন্যতায় ভুগছে ঝড়খালি। ফলে মাথা ঝুঁকিয়েছে পর্যটন ব্যবসা। নুন আনতে পান্তা ফুরোচ্ছে স্থানীয় ব্যবসায়ীদের। একে অতিমারী, তায়ে ইয়াসের তান্ডব, দুই কাটিয়ে মূল স্রোতে ফেরা হয়নি তাদের আজও। ইয়াসের প্রভাবে একমাত্র রোজগারের ঠিকানা দোকানটাও আজ নদীগর্ভে। নতুন করে যে গড়বেন, তারও উপায় নেই তাদের। কারণ বন্ধ রুজি-রোজগার। এদিকে ব্যবসায় সুখের মুখ শেষ কবে দেখেছিলেন, মনে করতে পারছেন না তারা।
বুকে একরাশ হতাশা আর অনিশ্চয়তা নিয়ে দিন বদলের অপেক্ষায় ভানু মাইতি, গৌড় মন্ডলের মতো স্থানীয় ব্যবসায়ীরা। দিন, ফিরবে কি না কোনোদিন, প্রশ্নের উত্তর এখনও অজানা তাদের।
ব্যুরো রিপোর্ট