Market

অতিমারি আবহে মানুষের জীবন বিপন্ন হয়ে পড়েছে। দৈনিক আক্রান্তের সংখ্যা কমলেও উদ্বেগমুক্ত নয় ভারত। এই অবস্থায় প্রত্যেকের মধ্যেই আতঙ্ক বাসা বেঁধেছে অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে। তাই সংস্থার কর্মীদের পাশে এসে দাঁড়াল রিলায়েন্স গোষ্ঠীর কর্ণধার মুকেশ আম্বানি। এই দুর্ভোগের সময় সংস্থা বাড়িয়ে দিল সাহায্যের হাত।
দ্য রিলায়েন্স ফ্যামিলি সাপোর্ট অ্যান্ড ওয়েলফেয়ার স্কিম ঘোষণা করল এই জায়ান্ট সংস্থা। যেখানে কর্মীদের পরিবারের সদস্যের মতনই দেখভালের অনেক বিষয় তারা তুলে ধরল। এই স্কিমের মাধ্যমে কর্মীদের কাছে বার্তা পৌঁছল কিভাবে সংস্থা বিপদের দিনে পাশে এসে দাঁড়াচ্ছে।
১। করোনায় সংস্থার যে সকল কর্মীদের মৃত্যু হয়েছে তাদের আগামি পাঁচ বছর পর্যন্ত মৃত কর্মীরা যে মাইনে পেতেন সেই টাকাই পরিবারের হাতে তুলে দেওয়া হবে।
২। করোনায় মৃত কর্মীদের ছেলেমেয়েদের পড়াশুনোর টিউশন ফির যাবতীয় খরচা সহ, হোস্টেল খরচা এবং গ্র্যাজুয়েশন পর্যন্ত যে কোন স্কুল এবং কলেজের বইয়ের খরচ দেবে সংস্থা।
৩। মৃত কর্মীদের স্ত্রী, বাবা-মা এবং সন্তানের হাসপাতালের ইন্সিওরেন্সের কভারেজ বাবদ ১০০% প্রিমিয়াম দেওয়া হবে।
এছাড়াও কর্মীদের পরিবারের কেউ বা কর্মী নিজে করোনায় আক্রান্ত হলে সেক্ষেত্রে কোভিড লিভের ব্যবস্থাও করবে রিলায়েন্স গোষ্ঠী। এছাড়া সবরকমভাবে পরিবারের পাশে দাঁড়াবে রিলায়েন্স। এর পাশাপাশি করোনায় মৃত্যু হলে সংস্থার সঙ্গে যুক্ত অফ রোল কর্মীদের পরিবারের হাতেও ১০ লক্ষ টাকা তুলে দেবে সংস্থা। যার দায়িত্ব নেবে রিলায়েন্স ফাউন্ডেশন নিজে।
রিলায়েন্স গোষ্ঠীর সঙ্গে যুক্ত আছে কয়েক লক্ষ কর্মচারী। যাদের পরিশ্রম ছাড়া রিলায়েন্স বিশ্বের অন্যতম জায়ান্ট সংস্থা হয়ে ওঠা সম্ভব ছিল না। তাই রিলায়েন্স কর্মীদের পাশে দাঁড়ানোর এই পদক্ষেপ গ্রহণ করায় স্বাভাবিকভাবেই সাধুবাদ জানিয়েছেন সংস্থার কর্মীরা।
ব্যুরো রিপোর্ট