Prime
Daily
ইয়াসের পরে টর্নেডো হামলায় বিধ্বস্ত অশোকনগর ও গুমার একাংশ
By Business Prime News | May 27, 2021
আবার টর্নেডো। ব্যান্ডেল, হালিশহরের পর এবার উত্তর ২৪ পরগনার অশোকনগরে। আজ সকাল ১০:১৫ নাগাদ অশোকনগর ও গুমার মধ্যবর্তী অঞ্চলে ঠিক লক্ষ্মী কলোনির আশেপাশেই আছড়ে পড়ল টর্নেডো। দেখুন টর্নেডো কিভাবে এগিয়ে আসছে তারই এক্সক্লুসিভ ছবি বিজনেস প্রাইম নিউজের পর্দায় ।
গতকালই মুখ্যমন্ত্রী রাজ্যবাসীকে সতর্ক করেছিলেন টর্নেডো সম্পর্কে। এবার হালিশহরের পর অশোকনগর গুমা অঞ্চলে আছড়ে পড়ল বিধ্বংসী টর্নেডো। নিমেষে ক্ষতিগ্রস্ত হলো ২৫-৩০ টি বাড়ি। উড়ে গেল একের পর এক বাড়ির টিনের চাল।
বিধ্বংসী টর্নেডোর এক্সক্লুসিভ ছবি সবার আগে বিজনেস প্রাইম নিউজের পর্দায়।
অঙ্কিত মুখার্জী, উত্তর ২৪ পরগনা