Market

অধিকাংশ রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলির মাথায় বিজেপির আধিপত্য। এমনই খবর উঠে এলো প্রকাশ্যে। যার ফলে সংস্থাগুলির স্বাধীনভাবে কাজ করা নিয়ে রীতিমত প্রশ্ন তৈরি হল। জানা গিয়েছে, কেন্দ্রীয় সরকার অধীনস্থ দেশের ৬৭টি রাষ্ট্রায়ত্ত সংস্থার বোর্ডের মাথায় রয়েছেন এমনই ৮৬ জন যাদের সঙ্গে রয়েছে গেরুয়া শিবিরের ঘনিষ্ঠ যোগাযোগ।
সম্প্রতি দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের তরফে আরটিআই রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলির ডিরেক্টরদের সম্পর্কে বিস্তারিত তথ্য পেশ করা হয়। যেখানে দেখা গেছে ৯৮টি রাষ্ট্রায়ত্ত সংস্থার শীর্ষে রয়েছেন ১৭২ জন স্বাধীন ডিরেক্টর। যাদের মধ্যে ৬৭টি সংস্থার ৮৬ জন অধিকর্তার সঙ্গে সরাসরি যোগাযোগ রয়েছে পদ্ম শিবিরের। এই সংস্থাগুলির মধ্যে উল্লেখযোগ্য হল, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড, হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড, স্টিল অথোরিটি অফ ইন্ডিয়া, ভারত হেভি ইলেকট্রিক্যালস লিমিটেড, পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়ার মত বেশ কিছু সংস্থা।
এরপরেই প্রশ্ন উঠতে শুরু করেছে রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলি আদৌ আর স্বাধীন ডিরেক্টর পায় কিনা? সেক্ষেত্রে অধিকর্তাদের যখন বিজেপি শিবিরের সঙ্গে যথেষ্ট পরিচিতি তখন তারা কতটা রাজনৈতিক প্রভাবমুক্ত হয়ে কাজ করেন? ফলে অধিকর্তাদের স্বাধীনভাবে কাজ করা নিয়ে তৈরি হয়েছে যথেষ্ট বিতর্ক।
ব্যুরো রিপোর্ট